কেন্দ্রে ইউপিএ সরকার থেকে কিছু দিন আগেই সমর্থন প্রত্যাহার করেছে ডিএমকে। কিন্তু নীতীশ কুমারের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি এ বার ডিএমকে-কেও ফের ইউপিএ জোটে সামিল করার জন্য সক্রিয় হয়ে উঠলেন কংগ্রেস
কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই কারণে রাজ্যসভার আসন্ন নির্বাচনে করুণানিধির কন্যা কানিমোঝিকে সমর্থনের বিষয়টি বিবেচনা করছেন সনিয়া ও রাহুল গাঁধীরা।
তামিলনাড়ু থেকে রাজ্যসভার ৬টি আসনের মেয়াদ শেষ হচ্ছে এ মাসে। ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে জয়ললিতার এডিএমকে। ১টি আসনে সিপিআই প্রার্থী ডি রাজাকে জয়ললিতা সমর্থন করায় তাঁর জয়ও নিশ্চিত। কিন্তু ষষ্ঠ আসনটিতে লড়াই হবে। ওই আসনটির জন্য ডিএমকে-র তরফে মনোনয়ন পেশ করেছেন কানিমোঝি। কিন্তু ওই আসনটির জন্য প্রার্থী দিয়েছে তামিলনাড়ু বিধানসভায় প্রধান বিরোধী দল দেশীয় মুরপোক্কু দ্রাবিড় কাঝাগম (ডিএমডিকে)-ও। বিজয়কান্তের এই দলটির প্রার্থী হলেন এ আর ইলানগোভান। জয় সুনিশ্চিত করার জন্য দু’টি দলই কংগ্রেসের পাঁচ জন বিধায়কের সমর্থন চাইছে। বিজয়কান্ত ইতিধেই সনিয়া গাঁধীর কাছে দূত পাঠিয়েছেন এ জন্য। ডিএমকে নেতা টি আর বালুও আজ সনিয়ার সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলেন।
তাৎপর্যপূর্ণ হল, লোকসভা ভোটে ডিএমকে-র সঙ্গে ফের জোট চান তামিলনাড়ুর কংগ্রেস নেতারাও। কিন্তু কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী জি কে ভাসান ও রাহুলের অনুগামী রাজ্য যুব কংগ্রেসের সভাপতি এম যুবরাজ, সহসভাপতি মোহন কুমারমঙ্গলমরা চান বিজয়কান্তের ডিএমডিকে-কে সমর্থন করুক দল। কারণ, ডিএমকে ক’দিন আগেই ইউপিএ থেকে সমর্থন প্রত্যাহার করেছে। কংগ্রেস যদি লোকসভা ভোটের আগে ডিএমডিকে এবং অন্বুমণি রামডসের পিএমকে-র সঙ্গে জোট গড়ে, তবে করুণানিধি-স্তালিনরাও শেষ পর্যন্ত হাত মেলাতে বাধ্য হবেন।
কিন্তু দলের কেন্দ্রীয় নেতারা কিন্তু অন্য অঙ্ক কষছেন। তাঁদের মতে, করুণানিধি-কন্যার ভবিষ্যৎ যেহেতু এর সঙ্গে জড়িত, তাই রাজ্যসভা ভোটে তাঁকে সমর্থন জানালে কালাইনার কৃতজ্ঞ থাকবেন। সংসদের আসন্ন বাদল অধিবেশনে খাদ্য সুরক্ষা বা জমি বিল পাশ করাতে ডিএমকে-কে পাশে পাবে কংগ্রেস। তার পরে লোকসভার ভোটের আগে না হয় ডিএমকে ও ডিএমডিকে উভয়ের সঙ্গেই জোট গড়ার চেষ্টা করবে কংগ্রেস। শীর্ষ সূত্রে বলা হচ্ছে, সংসদীয় রাজনীতির কথা মাথায় রেখে রাজ্যসভা ভোটে ডিএমকে-কে সমর্থনের সম্ভাবনাই বেশি। যদিও আজ কংগ্রেস মুখপাত্র পি সি চাকো বলেন, ডিএমকে ও ডিএমডিকে উভয়ের প্রস্তাবই দল বিবেচনা করছে। শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
|