|
|
|
|
উদ্বেগ কংগ্রেসে |
আজ ডিএমকে-র ‘জরুরি’ বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ডিএমকে নেতা করুণানিধি দলের ‘জরুরি’ বৈঠক ডেকেছেন আগামী কাল। আর সেই বৈঠক নিয়েই উদ্বেগ বাড়ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের।
নিম্ন আদালতের পরে টু-জি স্পেকট্রাম মামলায় দিল্লি হাইকোর্ট গত কালও করুণানিধি-কন্যা কানিমোঝির জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তার পরেই, ১০ জুন দলের জরুরি বৈঠক ডাকেন ডিএমকে-প্রধান। আর এই বৈঠক নিয়েই উদ্বেগ বাড়ছে কংগ্রেস নেতৃত্বের। এ বার কি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ডিএমকে-র মন্ত্রীদের প্রত্যাহার করে নিয়ে স্রেফ বাইরে থেকে ইউপিএ-কে সমর্থন করার কথা ঘোষণা করবেন করুণানিধি? ডিএমকে-র ১৮ জন সাংসদের সমর্থন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে সার্বিক ভাবে ইউপিএ সরকারের স্থিরতার ওপর আঁচ পড়বে। কালকের বৈঠকের আগে আজ ডিএমকে নেতা টি আর বালু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকের ব্যাপারে কতগুলি সম্ভাবনা রয়েছে। তার মধ্যে মন্ত্রীদের প্রত্যাহার করে সমর্থন জারি রাখার বিষয়টি তো আছেই। তা ছাড়া, কানিমোঝির গ্রেফতার ও সিবিআইয়ের আচরণ নিয়ে ক্ষোভ দেখিয়ে প্রতীকী অসন্তোষ জানাতে বিধায়ক পদ থেকে ইস্তফাও দিতে পারেন করুণানিধি। অথবা সমর্থন প্রত্যাহারের কথা না বলে কংগ্রেসের বিরুদ্ধে বার্তা দিয়ে সিবিআইয়ের আচরণ নিয়ে রাজনৈতিক প্রস্তাব গ্রহণ করতে পারেন। ডিএমকে-র অভিযোগ, জয়ললিতার বিরুদ্ধেও সিবিআইয়ের কিছু মামলা চলছে। কিন্তু সেগুলি নিয়ে সিবিআই ‘নিষ্ক্রিয়’।
করুণানিধির বড় ছেলে আলাগিরি কিন্তু মন্ত্রীদের সরানোর বিরুদ্ধে। এমনকী সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারেরও বিরুদ্ধে। তাঁর মতে, কেন্দ্রে সমর্থন তুললে ডিএমকে রাজনৈতিক ভাবে অনেক বেশি বিপাকে পড়বে। তবে ডিএমকে-র অধিকাংশ নেতাই মনে করেন যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ডিএমকে-র মন্ত্রীদের প্রত্যাহার করে নেওয়াই শ্রেয়। না হলে রোজ রোজ অপমানের মুখোমুখি হতে হচ্ছে তাঁদের। ডিএমকে যদি শেষ পর্যন্ত সমর্থন তুলেই নেয়, তা হলে কংগ্রেসকে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে রাজনৈতিক দৌত্যে নামতে হবে। এর আগে জয়ললিতা ইউপিএ-কে সমর্থনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা ছিল তামিলনাড়ু ভোটের আগের পরিস্থিতি। তা ছাড়া, তাঁর দলের সাংসদ সংখ্যা মাত্র ন’জন। গত দু’বছরে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখনই সমস্যা তৈরি হয়েছে, তখন সপা ও বসপা-র সাহায্য নিয়েছে কংগ্রেস। কিন্তু এখন তা নিয়েও অনিশ্চয়তা।
ডিএমকে-র সমর্থন অনিশ্চিত হয়ে পড়লে নিঃসন্দেহে নতুন সমস্যার মুখে পড়বে কংগ্রেসকে। কাল ডিএমকে-র বৈঠক নিয়ে কংগ্রেসের উদ্বেগ সেখানেই। |
|
|
|
|
|