১ পাতিহাঁসের চেয়ে লম্বা গলার বড় হাঁস।
৪ শিক্ষকদের---দশের বদলে
পয়লাতেই হতে চলেছে। ৬ অটো লরি ইত্যাদি যা। ৮ বাগ্ধারায় ভালমন্দ কাণ্ডজ্ঞানহীন। ৯ ভাগ্যে থাকলে এর এক টিকিটেই কোটিপতি। ১০ দুর্ভাগ্য। ১১ ইনি স্মরণীয় দেশবন্ধু। ১৩ যে মালা অর্জুন দ্রৌপদীকে পরিয়েছিল। ১৪ ঘনিষ্ঠ মেলামেশা। ১৫ হুগলিতে এঁর অনেক স্মৃতি ছড়িয়ে আছে, হাজি মহম্মদ---। ১৭ এদের দিন আর নেই। ১৯ মাছবিক্রেতা।
২১ মড়া পোড়ানোর কাজ।
২২ সব সময়।
২৪ দুলছে এবং লুটোচ্ছে।
২৫ যে আধারে মৃতদেহ কবর দেওয়া হয়।
২৭ ‘ঘুঁটে পোড়ে --- হাসে’।
২৮ শ্রীকৃষ্ণ, বিষ্ণু।
৩০ প্রাণিজীবন বিষয়ের তত্ত্বজ্ঞ ব্যক্তি।
৩২ পথ হারালে একে পথ দেখানো উচিত।
৩৪ কাপড়ে ফুল তোলার কাজ, এমব্রয়ডারি।
৩৬ অস্থির, মন---করা।
৩৭ খুব বড় নির্বিষ সাপ।
৩৮ বুদ্ধিদীপ্ত চিন্তায় অভ্যস্ত। |
|
১ বুদ্ধদেবের পুত্র। ২ হননশালা। ৩ ‘আমার---দুখের প্রদীপ জ্বেলে’। ৪ নিরীহ লোক। ৫ বর্ষার প্রথম বর্ষণ। ৬ প্রাচীন সংস্কারে অহিন্দু বা ম্লেচ্ছ জাতি। ৭ বুদ্ধদেব ভট্টাচার্য যে কেন্দ্র থেকে পরাজিত। ১১ সব ঋতুতে সবুজ থাকে এমন। ১২ ব্যঙ্গে রাক্ষসের মতো পেটুক ব্যক্তি। ১৩ অগ্নিমুখী সিন্ধুঘোটক। ১৪ বিষ্ণুপুরের প্রতীক। ১৬ নগরের প্রধান প্রবেশদ্বার। ১৮ শান্তিপ্রদানকারিণী। ২০ আমপাতার কচি ডাল।
২৩ জেলার প্রধান শহর।
২৬ পুত্রস্থানীয়কে স্নেহ-সম্বোধন।
২৭ বৈকুণ্ঠপুরী।
২৯ জাদুবলে সৃষ্ট উদ্যান।
৩১ শাসন, উৎপীড়ন।
৩২ মাংস।
৩৩ কাদা।
৩৫ অতি দুরন্ত বা অশান্ত। |