|
|
|
|
মাওবাদী যুগলের আত্মসমর্পণ |
প্রেমের কাছে হার মানল জঙ্গিপনা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
প্রেমের কাছে হার মানল হিংসা। সন্ত্রাসের পথ ছেড়ে মূল স্রোতে ফিরতে জঙ্গি দুই সশস্ত্র প্রেমিক-প্রেমিকা, যুগলে পুলিশের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন। আজ সকালে ঝাড়খণ্ডের গিরিডিতে তাঁরা আত্মসমর্পণ করেন।
পুলিশ জানায়, প্রেমিক বিহার-ঝাড়খণ্ডের কট্টর মাওবাদী জঙ্গি, প্রকাশ রানা ওরফে সমরদীপ। ঝাড়খণ্ড লাগোয়া বিহারের জামুই-বাঁকা অঞ্চলের সাব-জোনাল কম্যান্ডার ২৫ বছরের ওই তরুণ। ২০০২ সাল থেকে সিপিআই (মাওবাদী)-র সঙ্গে জড়িত প্রকাশের নামে খুন, নাশকতা, লুঠপাট, তোলাবাজির অন্তত দু’ডজন অভিযোগ রয়েছে। প্রেমিকা অঞ্জলি হেমব্রম ওরফে সোনুদি সংগঠনে তুলনায় আনকোরা বলে পুলিশ জানিয়েছে। গিরিডির তিলৈয়া থানা এলাকার বাসিন্দা ২০ বছরের ওই তরুণী। গিরিডির এসপি অমল বেণুকান্ত হোমকর বলেন, “অঞ্জলির প্রেরণাতেই প্রকাশ সন্ত্রাসের পথ থেকে সরে এসেছেন। ওঁরা দু’জনে এ বার বিয়ে করে ঘর বাঁধতে চান।” |
|
অঞ্জলি ও প্রকাশের আত্মসমর্পণ। চন্দন পাল |
আজ সকালে গিরিডিতে বোকারোর আইজি মনোজ মিশ্র ও এসপি হোমকরের সামনে আত্মসমর্পণ করেন এই প্রেমিক যুগল। তাঁরা পুলিশের কাছে একটি রাইফেল ও একটি পিস্তলও জমা দেয়। ধরা দেওয়ার সময়ে লেভি-বাবদ আদায় করা ১০ লক্ষ টাকাও সঙ্গে করে নিয়ে এসেছে প্রকাশ ও অঞ্জলি। গিরিডির এসপি জানান, বিহারের সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে জামুইয়ে ভোটকর্মীদের অপহরণের ঘটনার পিছনেও প্রকাশই ছিল নাটের গুরু। গিরিডির দেওড়ি থানা এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডির ছেলে অনুপ মরান্ডিকে খুন, জামুইয়ে পুলিশের জিপে বিস্ফোরণের মতো নানা দুষ্কর্মের তিনিই পান্ডা।
পুলিশের বক্তব্য, গত বছর অঞ্জলির যোগ দেওয়ার পর থেকেই প্রকাশের পরিবর্তনের সূচনা। সংগঠনের অন্দরে মেয়েদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ নিয়েও তিনি প্রতিবাদী হন। এসপি বলেন, “প্রকাশ জানিয়েছেন, সংগঠন আদর্শচ্যুত হয়েছে বলে তাঁর মনে হচ্ছিল। লেভি আদায়ের লোভে তাঁদের ব্যবহার করা হচ্ছে। এ সব তাঁর ভাল লাগছিল না। এর পরেই দু’জনে সংগঠন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।” দিন পনেরো ধরেই গিরিডির এসপি প্রকাশ-অঞ্জলির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এসপি জানিয়েছেন, জেলে এখনই প্রেমিক যুগল এক সঙ্গে থাকতে পারবেন না। তবে শীঘ্রই পুলিশ তাঁদের বিয়ের ব্যাপারে তৎপর হবে। |
|
|
|
|
|