|
|
|
|
১১০০ কোটির ব্যবসা চার সংস্থার |
নিজস্ব প্রতিবেদন |
যোগগুরু রামদেবের সম্পত্তি নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার ও কংগ্রেস নেতৃত্ব। আর বৃহস্পতিবার সন্ধেবেলায় হরিদ্বারে সাংবাদিক বৈঠক করে তাঁদের সম্পত্তির হিসেব দিলেন রামদেব ও তাঁর প্রধান শিষ্য আচার্য বালকৃষ্ণ। যোগগুরু ও তাঁর শিষ্যের দাবি, তাঁদের ব্যবসায় সন্দেহজনক কিছু নেই এবং ব্যবসার হিসেব নিয়মিত অডিট করা হয়।
সাংবাদিক বৈঠকে বালকৃষ্ণের পাশে বসে থাকা রামদেবকে যথেষ্ট অসুস্থ দেখাচ্ছিল। এ দিন হরিদ্বারের জেলাশাসক আর মীনাক্ষী সুন্দরম জানান, চিকিৎসকরা তাঁকে গ্লুকোজ খাওয়ার পরামর্শ দেন। কিন্তু তা-ও খেতে অস্বীকার করেন রামদেব। তবে তিনি মধু ও লেবুর জল খেতে রাজি হয়েছেন বলে দাবি জেলা শাসকের। এই ব্যাপারে রামদেবের শিবির থেকে মন্তব্য করা হয়নি। তবে সুন্দরম বলেন, “প্রয়োজন হলে রামদেবকে গ্লুকোজের ড্রিপ দেওয়া হবে এবং জোর করে খাওয়ানোও হবে।” |
|
ফোনে ব্যস্ত যোগগুরু। হরিদ্বারে বৃহস্পতিবার। পি টি আই |
রামদেবের অনশনের ষষ্ঠ দিনে তাঁর পাশে বসে বালকৃষ্ণ জানান, তাঁদের ১,১০০ কোটিরও বেশি টাকার ব্যবসা রয়েছে। তাঁদের দিব্য যোগ মন্দির ট্রাস্টের ২৪৯ কোটি ৬৩ লক্ষ, পতঞ্জলি যোগ পীঠ ট্রাস্টের ১৬৪ কোটি ৮০ লক্ষ, ভারত স্বাভিমান ট্রাস্টের ৯ কোটি ৯৭ লক্ষ এবং আচার্যকুল শিক্ষা সংস্থার ১ কোটি ৭৯ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। এই চার ট্রাস্টের মোট সম্পত্তির পরিমাণ ৪২৬ কোটি ১৯ লক্ষ টাকার।
বালকৃষ্ণ বলেন, “সমস্ত সংস্থার অডিট হয়। অডিট ঠিক মতো হয় বলেই সরকার দু’বছর অন্তর ট্রাস্টগুলির লাইসেন্স পুনর্নবীকরণ করে। আমরা সরকারি নীতি মেনে কর দিই।” যদিও রামদেবের সঙ্গে জড়িত সংস্থাগুলির বিষয়ে বিশদে কিছু বলতে চাননি তিনি। এ দিন দিল্লিতে রামদেবের এই সম্পত্তি ঘোষণার ব্যাপারে দিগ্বিজয় সিংহের প্রতিক্রয়া, যোগগুরুর উচিত সঠিক সম্পত্তির হিসেব ঘোষণা করা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তিনি (রামদেব) সম্পত্তির হিসেব ঘোষণা করছেন করুন। কিন্তু তা যেন সঠিক হয়।”
এ দিনই রামদেব ও আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ তুলে পটনার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করলেন বিহার কংগ্রেসের এক নেতা, বিনয় কুমার। আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে শুনানি হবে। বিনয় কুমার বলেন, “রামদেব ব্যক্তিগত সেনা তৈরি করবেন বলে যে হুমকি দিয়েছেন তা দেশের সার্বভৌমত্বের সামনে বড় চ্যালেঞ্জ।”
তবে রামদেব আজ বলেন, “আমি সন্ত্রাসবাদী বা মাওবাদী তৈরি করছি না। আত্মরক্ষার জন্য জাতীয় বাহিনী গড়ে তুলছি।” |
|
|
|
|
|