টুকরো খবর
নির্যাতনে অভিযুক্ত প্রধান শিক্ষক
স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ জানিয়েছেন এক শিক্ষিকা। কৃষ্ণনগরের ভাতজাংলা কালীনগর হাই স্কুলের ওই শিক্ষিকা অরুনিভা বিশ্বাস সোমবার কৃষ্ণনগর থানায় এ ব্যাপারে প্রধান শিক্ষিকা শ্যামাপ্রসাদ উকিলের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন। অরুনিভাদেবীর অভিযোগ, “২০১০ সালে ওই স্কুলে বৃত্তিমূলক কোর্সের শিক্ষিকা হিসেবে যোগ দিই। সেই থেকেই তিনি আমার উপর মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন। সোমবার তা চরমে ওঠে। এক শিক্ষককে নিয়ে আমার প্রতি কুরুচিকর মন্তব্য করেন তিনি। স্কুলের পরিচালন সমিতির সম্পাদককে জানিয়েও কোনও ফল না হওয়ায় বাধ্য হয়ে পুলিশের কাছে জানালাম।” প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদবাবু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “অভিযোগ ভিত্তিহীন। বেতনের রিকুইজিশনে এক শিক্ষিকার নাম ছিল না। আমি তার কারণ জানতে চেয়েছিলাম মাত্র।” পরিচালন সমিতির সম্পাদক কমল ঘোষ বলেন, “ওই শিক্ষিকা আমার কাছে অনেক আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন। আমি প্রধান শিক্ষককে এই ধরনের ব্যবহার করতে নিষেধও করেছিলাম। বিষয়টি আলোচনার মাধ্যমে মিটমাট করার চেষ্টা করা হবে।” কৃষ্ণনগরের আইসি অলোকরঞ্জন মুন্সি বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।”

কংগ্রেস-বিজেপির জোট

‘গোপন-আঁতাঁত’। একই দেওয়াল ভাগ করে নিয়েছেন বিজেপি ও
কংগ্রেস প্রার্থীরা। চক দিগনগরে ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।
দিল্লির কুর্সি দখলের জন্য কংগ্রেস-বিজেপি সম্মুখ সমরে। দুই দলই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে ব্যস্ত। জাতীয় রাজনীতিতে চির শক্র এই দুই দল পঞ্চায়েত ভোটে চক দিগনগরে আসন সমঝোতা করেছে। ওই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়ে একই দেওয়াল লিখন চোখে পড়েছে। ওই দেওয়াল লিখনে পঞ্চায়েত ও জেলা পরিষদে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। পঞ্চায়েত সমিতিতে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। যদিও উভয় দলের নেতারা আসন সমঝোতার বিষয়টি অস্বীকার করেছেন। স্থানীয় কংগ্রেস নেতা তথা দিগনগর পঞ্চায়েতের প্রধান সাধনচন্দ্র মণ্ডল বলেন, “কিছু আসনে আমরা প্রার্থী দিতে পারিনি। সেখানে আমাদের কর্মীরা কোন দলকে সমর্থন করছে তা বলতে পারব না।” বিজেপির জেলা মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, “আমরা কোনও দলের সঙ্গে জোট করিনি। স্থানীয় ভাবে কর্মীরা কংগ্রেসের সঙ্গে গাঁটছাড়া বাধলে, তার দায় দল নেবে না।”

বোমাবাজি, অভিযোগ
কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরে তৃণমূলের পার্টি অফিসের সামনে বোমা ফাটানোর অভিযোগ উঠল। কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস বিশ্বাস বলেন, “সিপিএমের লোকজন আমাদের কার্যালয় বোমা মেরেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে দলীয় পতাকা।” অভিযোগ অস্বীকার করে সিপিএমের কল্যাণী জোনাল কমিটির সম্পাদক পার্থ ভট্টাচার্য বলেন, “আমাদের কোনও কর্মী ওই ঘটনায় জড়িত নয়।”

দশ বছর কারাদণ্ড
বেআইনিভাবে গাঁজা রাখার দায়ে চাপড়ার বাঙালঝির বাসিন্দা জামাল মোল্লাকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জজ প্রথম আদালতের শম্পা দত্ত পাল। মঙ্গলবার তিনি এই সাজা ঘোষনা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালের ২৯ জুন প্রায় ২৬ কিলোগ্রাম গাঁজা সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

থানায় স্মারকলিপি
গেদের উত্তরপাড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর সাজার দাবিতে মঙ্গলবার কৃষ্ণগঞ্জ থানায় ডেপুটেশন দিলেন স্থানীয় বাসিন্দারা। তারা এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবিও জানান। এ দিনই একই দাবিতে এলাকার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারাও কৃষ্ণগঞ্জ থানায় ডেপুটেশন দেন।

পুরনো খবর:

অস্ত্র-সহ ধৃত
অস্ত্র-সহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সুশান্ত মণ্ডল, গোবিন্দ অধিকারী, অমিত বিশ্বাস, গোপী হালদার ও রাজু দাস কল্যাণীর ফার্ম হাউসের সামনে দাঁড়িয়েছিল।

বজ্রাঘাতে মৃত্যু
বজ্রাঘাতে মণ্টু মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাড়ি সাগরদিঘির নানচ গ্রামে। মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় মাঠে মোষ চড়াছিলেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.