বাংলা শিল্প ও সংস্কৃতির জগতে অভিনব এক প্রদর্শনীর আয়োজন করেছে ‘ধ্রুবপদ’। মুর্শিদাবাদের চিত্রকর কৃষ্ণজিৎ সেনগুপ্ত লোকায়ত পরিসরের অবতলবাসী বাউল-ফকির-দরবেশ-সহজিয়া বৈষ্ণবদের নিয়ে এঁকেছেন ২৫টি বর্ণরঙিন অবয়ব। সেই রুপাবলির অনুপ্রেরণায় ২৫টি পদাবলি লিখেছেন গভীর নির্জনপথের পদাতিক শিল্পী নদিয়ার সুধীর চক্রবর্তী। ওই দুই বিচিত্র সম্ভার নিয়ে আয়োজিত প্রদর্শর্নীর নাম ‘অবতলের রূপাবলি’। কলকাতার তথ্যকেন্দ্রে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় আজ বুধবার কবিতা ও ছবির ওই যুগলবন্দির প্রদর্শনীর শুভারম্ভ। প্রদর্শনী চলবে ২১ জুন পর্যন্ত। উদ্বোধক কবি শঙ্খ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা কবি জয় গোস্বামী, রামকুমার মুখোপাধ্যায়, রত্মা মিত্র, শ্রীকান্ত আচার্য প্রমুখ।
|
গত শনিবার বহরমপুর শহরের ঋত্বিকসদনের ভিড়ে ঠাসা পরিবেশে অনুষ্ঠিত হল রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। অনুষ্ঠানটির যৌথ উদ্যোক্তা বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের কর্মচারী অ্যাসোসিয়েশন ও অফিসার অ্যাসোসিয়েশন। সেখানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও গীতি-আলেখ্য পরিবেশন করেন ওই ব্যাঙ্কের মুর্শিদাবাদ অঞ্চলের ৭৩টি শাখার কর্মী, অফিসার ও তাঁদের পরিবারের সদস্যরা। দুই কবিকে নিয়ে আলোচনা করেন বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের চেয়ারম্যান উমেশ চন্দ্র, জেনারেল ম্যানেজার সঞ্জয় আনন্দ, রিজিওন্যাল ম্যানেজার সুমন চক্রবর্তী ও সংগঠনের রাজ্য সম্পাদক পার্থসারথী সান্যাল।
|
গত শনিবার বহরমপুর শহরে বাচিক শিল্পী মৃণাল রায়ের বাড়ি ‘মৌরির বাগান’-এ অনুষ্ঠিত হল উত্তর-আধুনিক বাংলা কবিতা চর্চার পথিকৃৎ কবি প্রভাত রায় চৌধুরীর ৬৯ তম জন্মদিন পালন উনুষ্ঠান। সংগীত, আবৃত্তি, আলোচনা, আড্ডা ও কবিতাপাঠে মুখরিত ছিল সুসজ্জিত ‘মৌরির বাগান’-এর ওই সান্ধ্য অনুষ্ঠান। বহরমপুর শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলের অনেক বিশিষ্টজনই সেখান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকাশিত হয় সেলিম জাহাঙ্গিরের কাব্যগ্রন্থ ‘চমস্কি মেঘমালা’।
|
গত শনিবার জিয়াগঞ্জের ‘এডুকেশানল ওয়েলফয়ার সোসাইটি হল’-এ অনুষ্ঠিত হল সদ্য প্রয়াত গণসংগীত শিল্পী অজিত পাণ্ডের স্মরণসভা। আয়োজক সংস্থা স্থানীয় ‘অনুভব’ সাহিত্য পত্রিকা গোষ্ঠী। বৌবাজারের প্রাক্তন বিধায়ক অজিত পাণডে মুর্শিদাবাদ জেলার লালগোলার ভূমিপুত্র। তিনি গত ১৩ জুন কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিয়াগঞ্জের অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামল রায়। এছাড়া ছিলেন দুই আইনজীবী প্রিয়নাথ রায় ও ধ্রুবনাথ রায় এবং ‘অনুভব’ সম্পাদক সমীর ঘোষ।
|
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘সময়’ পত্রিকার ৪৬তম বছরের দ্বিতীয় সংখ্যা। কবি উৎপলকুমার গুপ্ত সম্পাদিত ও বহরমপুর থেকে প্রকাশিত পত্রিকার ওই সংখ্যাটি ‘রবীন্দ্রজন্মবর্ষ বিশেষ সংখ্যা’। রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতা, প্রবন্ধ ছাড়াও ওই সংখ্যাটিতে রয়েছে রবীন্দ্রনাথের গান ও কবিতা অবলম্বনে লেখা গীতি-আলেখ্য।
|
গত ৯ জুন রবিবার ‘শান্তিপুর সুর -মূর্চ্ছনা’ স্থানীয় পাবলিক লাইব্রেরি হলে আয়োজন করেছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে সংগীত পরিবেশন করেন সুদীপ্ত ঘোষাল ও বাঁশি বাজান সুবীর রায়।
|
মঙ্গলবার শান্তিপুর শ্মশান আশ্রমে অনুষ্ঠিত হল গঙ্গা উৎসব। ওই উৎসবের আয়োজন করেন ‘স্বামীজী নেতাজী আইডিয়ল ইয়ুথ সোসাইটি’। সেখানে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশবিদরা।
|
রবীন্দ্র-নোবেল জয়ের শতবর্ষপূর্তি কৃষ্ণনগরের রামকৃষ্ণ পাঠাগারে। |