টুকরো খবর |
কামদুনির প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
কামদুনি ও গাইঘাটার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আসানসোলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা।
|
কামদুনিতে গণধর্ষণ, গাইঘাটায় স্কুলছাত্রীকে খুনের প্রতিবাদে ও রাজ্যের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে বিক্ষোভ দেখালেন কয়েক’শো মহিলা। মঙ্গলবার আসানসোলের রবীন্দ্রভবন লাগোয়া জিটি রোড অবরোধ করে বিক্ষোভ চলে। সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বে সকাল ১১টা থেকে অবরোধ শুরু হয়। আচমকা অবরোধে থমকে যায় যান চলাচল। বিপাকে পড়েন পথে ঘাটে নানা কাজে বেরোনো মানুষজন। তবে অল্পসময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। অবরোধকারীদের বিক্ষোভ তুলে নেওয়ার আর্জি জানায়। সকাল সোয়া ১১টা নাগাদ অবরোধ কর্মসূচী তুলে নেওয়া হয়। তবে অবরোধ তুলে নেওয়ার প্রায় আধ ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।
|
বিলাসপুরে ধৃত সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
বিলাসপুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক সিপিএম নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অলোক রানা। বিলাসপুরেরই বাসিন্দা তিনি। মঙ্গলবার তাকে দুর্গাপুর আদালতে পাঠানো হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত ৬ জুন দেবশালা পঞ্চায়েতের বিলাসপুর গ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষ বাধে। আহত হল দু’পক্ষেরই বেশ কয়েকজন। এর মধ্যে সিপিএমের পাঁচ ও তৃণমূলের চারজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তীরবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, সিপিএমের লোকেরাই তাঁকে তীর মারেন। তৃণমূলের তরফে বুদবুদ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। জেলা পুলিশ সুপার এসএমএইচ মির্জা জানান, অলোক রানার বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর মারধরের অভিযোগ ছিল। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন তিনি। সোমবার রাতে তাঁকে বাঁকুড়া থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, তাঁকে জিজ্ঞাসাবাদ করে সে দিনের ঘটনার পুরো তথ্য পাওয়া যাবে বলে পুলিশের আশা।
পুরনো খবর: সংঘর্ষে জখম ৯ বুদবুদে, বাড়িতে হামলা জামুড়িয়ায়
|
অন্ডালে অধরা অভিযুক্তেরা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত দুই যুবককে এখনও ধরতে পারেনি পুলিশ। তবে এসিপি (পূর্ব) এস সিলভা মুরুগান জানান, দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছে। শীঘ্রই তারা ধরা পড়বেই। মঙ্গলবার এই ঘটনায় সিপিএমের দিকে আঙুল তুলেছেন তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কাঞ্চন মিশ্র। তিনি বলেন, “শ্লীলতাহানিতে অভিযুক্ত দুই কর্মীকে সিপিএম আড়াল করার জন্য অন্যত্র সরিয়ে দিয়েছে।” তবে সিপিএমের দামোদর অজয় জোনাল সম্পাদক তুফান মণ্ডল জানান, আড়াল করার কোনও প্রশ্নই নেই। পুলিশ খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিক এটা তাঁদেরও দাবি। সোমবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে অন্ডালের কাজোড়া সর্ষডাঙ্গায় এক ছাত্রীর হাত ধরে টানাটানি করে পড়শি দুই যুবক কাঞ্চন সিংহ এবং শম্ভু বাউড়ি। বাধা দিতে গেলে ওই ছাত্রীর মায়ের মাথাও ফাটিয়ে দেয় ওই যুবকেরা।
পুরনো খবর: মেয়ের হাত ধরে টান, বাধা দিয়ে মাথা ফাটল মায়ের
|
পুলিশের উপরে হামলায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুলিশকে লক্ষ করে ইট ছোড়া, জিপ ভাঙচুরে জড়িত অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ সাকিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ মে আসানসোল উত্তর থানার রেলপাড় অঞ্চলের কেটি রোড এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে গোলমাল পাকে। পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছোড়া হয়, মারধরও করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় ওই বধূর শ্বশুরবাড়িতেও। এই ঘটনায় অভিযুক্ত আরও কয়েকজনের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুরনো খবর: বধূহত্যার অভিযোগ ঘিরে তুলকালাম আসানসোলে
|
কয়লা পাচারে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ কয়লা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে ধরেছে জামুড়িয়া থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ জইনুল ও সরজু মাহাতো। পুলিশ জানিয়েছে, গত ১৪ জুন জামুড়িয়ায় একটি অবৈধ কয়লা বোঝাই লরি আটক করা হয়েছিল। সেই কয়লা পাচারের অভিযোগেই এই দু’জনকে ধরা হয়েছে বলে পুলিশের দাবি।
|
আটক লোহার লরি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
লোহার জিনিস বোঝাই একটি লরি সোমবার রাতে পানাগড়ের দার্জিলিং মোড়ে আটক করল পুলিশ। প্রায় সাড়ে ১০ মেট্রিক টন লোহার সামগ্রী বাজেয়াপ্ত হয়। গ্রেফতার করা হয় লরির চালক কেদার যাদবকে। জেলা পুলিশ সুপার এসএমএইচ মির্জা বলেন, “লরির চালক, লরির মালিক এবং দুর্গাপুরের মেনগেট-কাদারোডের লোহা মাফিয়া গোপাল জয়সওয়ালের বিরুদ্ধে মামালা করা হয়েছে।”
|
জয়ী বিইউসি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কল্যাণ মুখোপাধ্যায় স্মৃতি আসানসোল চ্যালেঞ্জ ফুটবলে মঙ্গলবারের খেলায় জয়ী হল বিইউসি। আসানসোল স্টেডিয়ামে তারা গোপালপুর ইউসিকে ৫-০ গোলে হারায়। মঙ্গলবার এই মাঠের দ্বিতীয় খেলায় বিজয়ী হয় ডিএসএ পূর্ব রেল। তারা নতুনডিহি আদিবাসী ক্লাবকে ৬-০ গোলে হারায়।
|
পতাকা ছেঁড়া, নালিশ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এক নির্দল প্রার্থীর প্রচারের পতাকা ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল এক তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় পাণ্ডবেশ্বরের নবগ্রামের জোয়ালডাঙার ঘটনা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ জানায়, তদন্ত হচ্ছে।
|
কোথায় কী |
কাঁকসা
পালাকীর্তন। পানাগড় গ্রাম শিবতলা। রাত দশটা।
আসানসোল
ফুটবল। আসানসোল স্টেডিয়াম। দুপুর ২টা ও বিকাল চারটে। |
|