ছাত্রকে অপহরণের চেষ্টা আসানসোলে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে আসানসোলে। সোমবার তাকে অর্ধচেতন অবস্থায় আসানসোল স্টেশন থেকে উদ্ধার করেন পরিবারের লোকেরা। পরে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রের বাবা বিশ্বনাথ মুখোপাধ্যায়।
আসানসোল উত্তর থানা এলাকার কল্যাণপুর সরকারি আবাসন অঞ্চলের বাসিন্দা বিশ্বনাথবাবু পুলিশকে অভিযোগে জানিয়েছেন, সোমবার বিকেলে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র তাঁর ছেলে শৌনক সাঁতার শিখতে যায়। সন্ধ্যার মুখে সাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় রাস্তায় একটি স্কুটি তাকে ধাক্কা মারে। স্কুটির দুই আরোহী তার চোখেমুখে একধরণের পাউডার ছিটিয়ে অর্ধচেতন করে দেয় বলেও অভিযোগ। এরপরে তাকে টেনেহিঁচড়ে আসানসোল স্টেশনে নিয়ে যায় তারা। তবে ট্রেনে তোলার সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কিছু লোকের সন্দেহ হয়। তারা এগিয়ে জিজ্ঞাসাবাদ করতে শৌনককে প্ল্যাটফর্মেই ফেলে দিয়ে পালায় দৃষ্কৃতীরা। শৌনকের ব্যাগ থেকে তার বাড়ির ফোন নম্বর বের করে তাঁরাই বাড়িতে খবর পাঠান। বিশ্বনাথবাবু বলেন, “আমরা ফোনে সব জানতে পেরে স্টেশন গিয়ে ছেলেকে উদ্ধার করি। অসংলগ্ন কথাবার্তা বলায় ওকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে জ্ঞান ফেরার পরে ঘটনাটি জানায় ও।” পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। |