জুলাইয়ের ১৪ থেকে ২৫ তারিখের মধ্যে রাজ্যের ১৩টি পুরসভায় বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর। কিন্তু মেয়াদ শেষের আগে ওই ১৩টি পুরসভায় নির্বাচন প্রক্রিয়া শেষ করার উপায় থাকছে না। কারণ, রাজ্যের তরফে সেপ্টেম্বরে ওই পুরসভায় নির্বাচন করার কথা জানানো হয়েছে কমিশনকে।
অথচ সাধারণ ভাবে বিদায়ি পুরবোর্ডের মেয়াদ শেষের আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করে নতুন বোর্ড গঠনের প্রস্তুতি চালানো হয়। কিন্তু সরকার ভোট পিছিয়ে দেওয়ায় ওই ১৩টি পুরসভার ক্ষেত্রে সেই রীতি ব্যাহত হচ্ছে। প্রশ্ন উঠেছে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওই সব পুরসভার দায়িত্ব কার হাতে থাকবে?
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সোমবার বলেন, “মেয়াদ শেষের পরে নতুন পুরবোর্ড গঠন না-হওয়া পর্যন্ত ওই ১৩টি পুরসভার দায়িত্ব থাকবে সেখানকার এগ্জিকিউটিভ অফিসারদের হাতে। তাতে নাগরিক পরিষেবা বা পুরসভার অন্য কোনও কাজেই সমস্যা হওয়ার কথা নয়। ৭ সেপ্টেম্বর ওই ১৩টি পুরসভার নির্বাচন করার জন্য কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।”
কমিশন সূত্রের খবর, জুলাইয়ে যে-সব পুরসভায় বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে, সেখানে নির্বাচন হয়েছিল ২০০৮ সালের ২৯ জুলাই। সেই অনুসারে আগামী জুলাইয়ে মেয়াদ শেষ মেখলিগঞ্জ, হলদিবাড়ি, আলিপুরদুয়ার, চাকদহ, ডালখোলা, বালুরঘাট, পানিহাটি, হাবরা, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, বর্ধমান, গুসকরা ও দুবরাজপুর পুরসভার।
এ ছাড়া ডিসেম্বরে হাওড়া, বহরমপুর, কৃষ্ণনগর ও ঝাড়গ্রাম পুরসভার মেয়াদ শেষ হবে। মহাকরণ সূত্রের খবর, নভেম্বরে ওই চারটি পুরসভার নির্বাচনের ব্যাপারে চিন্তাভাবনা চলছে। |