বাম ও তৃণমূলকে বার্তা জেডিইউ-এর |
এনডিএ ছাড়ার পর সাধারণ ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক জোট গড়ার ব্যাপারে বাম এবং তৃণমূল উভয়ের জন্যই দরজা খুলে রাখতে চান জেডিইউ-এর পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব। তাঁদের বক্তব্য, রাজনৈতিক ভাবে সমমনস্ক দলের সঙ্গে জোট গড়া হবে। সে ক্ষেত্রে বামপন্থী এবং তৃণমূল কেউই অস্পৃশ্য নয়। দু’পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাদের সঙ্গে সম মনোভাব টের পাওয়া যাবে, তারাই হবে জোটসঙ্গী। ওই জোটে পিডিএস এবং সমাজবাদী পার্টিকেও চাইছে শরদ যাদবের দল। জেডিইউ-এর রাজ্য সভাপতি অমিতাভ দত্ত সোমবার বলেন, “জোট শুরু হবে পশ্চিমবঙ্গ থেকে। পরে তা সর্বভারতীয় স্তরে দেখা দেবে।” লোকসভা ভোটের আগে অ-কংগ্রেসি, অ-বিজেপি জোট গড়ার তৎপরতায় বামেরা জেডিইউ নেতা শরদের সঙ্গে কথা বলেছেন। আবার জেডিইউ নেতা কে সি ত্যাগী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গিয়েছেন। এই অবস্থায় আপাতত দু’পক্ষের জন্যই দরজা খোলা রাখার কথা বলছে রাজ্য জেডিইউ। অমিতাভবাবুর বক্তব্য, “কিছু বিষয়ে সিপিএমকে কট্টর অবস্থান ছাড়তে হবে। আগে জানতে হবে, সাধারণ ন্যূনতম কর্মসূচিতে তাদের সঙ্গে আমাদের মিলছে কি না। তৃণমূলের ক্ষেত্রেও তা জানতে হবে। তাদের আইনের শাসন প্রতিষ্ঠা করার শর্ত দেব।” অমিতাভবাবু জানান, তাঁরা গত এক বছরে বামফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে বার বার বৈঠক করেছেন। জেডিইউ-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর অধিকাংশ নেতার মত, বামেদের সঙ্গে গেলেই দলের বেশি লাভ হবে। সে কথা তাঁরা অমিতাভবাবুকে জানিয়েও দিয়েছেন। |
প্রি-কাউন্সেলিং মেলায় উচ্চশিক্ষামন্ত্রী |
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের তালিকায় নাম ওঠা পড়ুয়াদের জন্য প্রি-কাউন্সেলিং মেলার আয়োজন করল বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন (আপাই)’। সোমবার নেতাজি ইন্ডোরে এই মেলার সূচনায় ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রয়েছে প্রায় ১৪০টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের স্টল। মেলা চলবে ১৯ তারিখ পর্যন্ত। এ দিন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত জানান, বেসরকারি কলেজে এ বার প্রথমেই ৪০ হাজারের বদলে ২০ হাজার টাকা দিয়ে ভর্তি হওয়া যাবে। পরে বাকি ২০ হাজার কিস্তিতে দেওয়া যাবে। পাশাপাশি, বোর্ড এ বার দুঃস্থ, মেধাবী পড়ুয়াদের জন্য বৃত্তিরও ব্যবস্থা করবে। |