পঞ্চায়েত ভোটে উত্তর দিনাজপুরে ছোট ও বড় মিলিয়ে প্রায় ৪০০টি বাস ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে রাজ্য পরিবহণ দফতরের তরফে নির্ধারিত ভাড়ায় সন্তুষ্ট হতে পারছেন না জেলার বাস মালিকেরা। বৃহস্পতিবার আঞ্চলিক পরিবহণ দফতরের তরফে মালিকদের সংগঠনকে ভাড়া ও প্রয়োজনীয় বাস সংখ্যার বিষয়টি জানানো হয়েছে। শুক্রবার দুপুরে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড চত্বরে একটি বৈঠক করে বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। বৈঠকের পর অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক অশোক চন্দ বলেন, “পরিবহণ দফতরের ভাড়ায় আমরা সন্তুষ্ট নই। ওই ভাড়ায় বাস দেওয়া হলে লোকসানে পড়ব। ভাড়ার টাকা হাতে পেতে এক বছর সময় লেগে যায়। অ্যাসোসিয়েশনের পক্ষে জেলা শাসককে বাস ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে।” তিনি জানান, কোন বাসে কতভাড়া বাড়ানো দরকার সে কথা লিখিত ভাবে জেলাশাসককে জানিয়েছি। ভাড়া বাড়ানো না হলে বাস আমরা দেব ঠিকই। তবে ভোটের পর জেলা জুড়ে আন্দোলন হবে। আঞ্চলিক পরিবহণ আধিকারিক তপনকুমার মল্লিক বলেন, “ভাড়া রাজ্য পরিবহণ দফতর ঠিক করেছে। বাস মালিকেরা ভাড়ায় সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। আমাদের কিছু করার নেই।” আর জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া জানান, মালিকদের প্রস্তাবিত বাসভাড়ার তালিকা এখনও তিনি পাননি। পেলে তা রাজ্য পরিবহণ দফতরে পাঠিয়ে দেওয়া হবে। এ বছর জেলা পরিবহণ দফতরের তরফে অ্যাসেসিয়েশনের কাছে ছোট ও বড় মিলিয়ে ৩০০ বাস ও ৬৭টি ম্যাক্সি ট্যাক্সি ভাড়া চাওয়া হয়েছে। জ্বালানি বাদে দিন প্রতি ১টি বড় বাস ১৪৪০ টাকা, মিনিবাস ১১৯০ টাকা ও ম্যাক্সি ট্যাক্সি ৭৪০ টাকা করে ভাড়া দেওয়া হবে বলে জানানো হয়। মালিকদের দাবি, বড় বাস ২৫০০ টাকা, মিনি বাস দু’হাজার টাকা ও ম্যাক্সিট্যাক্সি দেড় হাজার টাকা ভাড়া দিতে হবে।
|
এক রেল কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে নিউ কোচবিহারে। রেল ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শ্যামল কার্জি (৫৭)। নিউ কোচবিহার স্টেশন লাগোয়া রেলের কর্মী আবাসনে তিনি সপরিবার থাকতেন। গত বুধবার ওই আবাসনে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শারীরিক অসুস্থতার জন্য রেলের ইঞ্জিনিয়ারিং শাখার ভারী গাড়ির চালক হিসাবে কর্মরত শ্যামলবাবুকে সম্প্রতি সাফাইওয়ালার দায়িত্ব দেওয়া হয়। তার পর থেকে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন। এক অফিসার তাঁকে ইঞ্জিনিয়ারিং সেকশনে ঢুকতে বারণ করেছিলেন বলেও অভিযোগ। এর জেরেই ঘটনাটি ঘটেছে। মৃত শ্যামলবাবুর পরিবারের পক্ষে উঃপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিআরএমের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এর পরে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ডিআরএম বীরেন্দ্র কুমার। তিনি বলেন, “সব কাজই সম্মানের। মেডিক্যাল বোর্ডের রিপোর্ট দেখেই ওই কর্মীকে নতুন পদ দেওয়া হয়। অভিযোগগুলি খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত চলছে।” শ্যামলবাবু রেলের ইঞ্জিনিয়ারিং শাখার ভারী ট্রাক চালক নিযুক্ত ছিলেন। ২০০৯ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। শরীরের একাংশ অসাড় হয়ে পড়ায় স্বাভাবিক কাজকর্ম করতে সমস্যায় পড়েন। অসুস্থতাজনিত ছুটি নিয়ে চিকিৎসা করান। ২০১০ সালে রেলের মেডিক্যাল বোর্ড তাঁকে ভারী ট্রাক চালাতে আনফিট রিপোর্ট দেয়।
|
কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষে জখম পাঁচ |
শুক্রবার মাথাভাঙায় কংগ্রেস-তৃণমূল সমর্থকদের সংঘর্ষে অন্তত ৫ জন জখম হন। এ দিন মাথাভাঙা থানার পূর্ব খাটেরবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটেছে। জখম ৩ জনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কংগ্রেসের অভিযোগ, দলে পঞ্চায়েত প্রার্থী সাহিদা বিবিকে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য এ দিন বিকেলে তৃণমূল সমর্থকরা হুমকি দেয়। এই ঘটনায় দু’দলে বাদানুবাদ থেকে সংঘর্ষ শুরু হয়। জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী বলেন, “প্রার্থী পদ তুলে নেওয়ার চাপ দেওয়ার প্রতিবাদ করায় তৃণমূল সমর্থকরা কংগ্রেসের প্রার্থীর এক আত্মীয়কে মারধর করলে গোলমাল হয়। বাসিন্দারাই তৃণমূল কর্মীদের প্রতিবাদ করে।” তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কংগ্রেসের মদতেপুষ্ট দুষ্কৃতী হামলা চালানোয় আমাদের ৩ জন জখম হন।” বৃহস্পতিবার রাতে দিনহাটার জারিধরলায় ও কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দুপক্ষের সমর্থকদের অন্তত ৭ টি বাড়ি ও ২ টি দোকান ভাঙচুর হয় বলে অভিযোগ।
|
মালদহ রতুয়ার পরাণপুরে নয় বছরের বালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। অভিযুক্তকে শনাক্ত করে তাকে ধরার দাবিতে শুক্রবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরাণপুরে মালদহ-রতুয়া রাজ্য সড়ক ৩ ঘণ্টা ধরে অবরোধের জেরে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১টা নাগাদ অবরোধ ওঠে। মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় জানান, অভিযুক্তকে শনাক্ত তাকে ধরতে সবরকম চেষ্টা চলছে। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ঠিক নয়। বৃহস্পতিবার ভোরে আমবাগানে একা পেয়ে ওই বালিকাকে ধর্ষণ করে পালায় এক যুবক। বালিকা আপাতত সুস্থ বলে পুলিশ জানিয়েছে।
|
দুটি অস্বাভাবিক মৃত্যু ঘটল চোপড়ায়। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে চোপড়ার লক্ষ্মীপুর ও জিয়াখুড়ি এলাকাতে ঘটনা দুটি ঘটে। মৃতদের নাম সন্তোষ শিল (২৫), লক্ষ্মীপুর এলাকায় বাড়ি। এবং বিশ্বনাথ সিংহ (৫৫), বাড়ি চোপড়ার জিয়াখুড়ি। পুলিশ জানিয়েছে, দু’জনই বিষক্রিয়ার ফলে মারা গিয়েছেন। |