নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বৃহস্পতিবার শিলিগুড়ির হিলকার্ট রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে টাকা লুঠের ঘটনায় ব্যাঙ্ক কতৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবারও কয়েক দফায় ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ দুটি বিষয়ের উত্তর খুঁজছে। প্রথমত, সেদিন সকালে ব্যাঙ্কের শাখা খোলার পরে ভল্ট থেকে টাকা বের করে ক্যাশ কাউন্টারে নিয়ে যাওয়ার সময়ে কেন কেবিনের দরজা বন্ধ রাখা হয় নি? কেনই বা ব্যাঙ্ক থেকে এক যুবককে ছুটে বার হতে দেখে লুঠের কথা জানাজানি হলেও সাইরেন বাজানো হয়নি? সন্তোষজনক উত্তর ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিতে পারেননি বলে পুলিশের দাবি। এ দিন ব্যাঙ্কের ক্যাশিয়ার এবং এক চতুর্থ শ্রেণির কর্মীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটির জোনাল দফতর থেকেও বৃহস্পতিবারের ঘটনা খতিয়ে দেখতে শিলিগুড়িতে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার কে জয়রামন বলেন, “তদন্তে বেশ কিছু সূত্র পুলিশের হাতে এসেছে। সেগুলিই এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে সব সম্ভাবনাই খতিয়ে দেখছি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।”
গত বৃহস্পতিবার ব্যাঙ্ক খোলার পরে ভল্ট থেকে প্রায় ৬০ লক্ষ টাকা ট্রাঙ্কে করে বের করে ক্যাশ কাউন্টারে নিয়ে আসার অব্যবহিত পরেই, ট্রাঙ্ক থেকে ২৫ লক্ষ টাকা তুলে নিয়ে পালায় একদল দুষ্কৃতী। ব্যাঙ্কের ক্লোজড সার্কিট ক্যামেরার ছবিতে দেখা যায়, কাউন্টারে বসে থাকা ক্যাশিয়ারের পেছন দিকে রাখা ট্রাঙ্ক থেকে টাকা তুলে নিয়েছেন দুষ্কৃতী। সে সময়ে ক্যাশিয়ার কাউন্টারের সামনে থাকা এক যুবকের প্রশ্নের উত্তর দিচ্ছেলেন বলে ছবিতে দেখা গিয়েছে। যদিও সে সময় কেন ক্যাশ কাউন্টার ও ভল্টে ঢোকার কেবিনের দরজা বন্ধ রাখা হয় নি সে বিষয়টি খতিয়ে দেখছে, ব্যাঙ্কের আধিকারিকরাও। ব্যাঙ্কের কলকাতা জোনাল শাখার সহকারি জেনারেল ম্যানেজার অমিত বন্দোপাধ্যায়ের নেতৃত্বে দু’সদস্যের প্রতিনিধি দল শুক্রবারই শিলিগুড়ির হিলকার্ট রোডের শাখায় এসে বৃহস্পতিবারের ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিন অমিতবাবু বলেন, “সব কর্মীদের সঙ্গেই কথা বলা হবে। জোনাল দফতর থেকে বিস্তারিত বিবরণ চেয়ে পাঠানো হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু বৃহস্পতিবারের নয়, তার আগের কয়েকদিনের ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ঘটনার আগেও দুষ্কৃতী দলটি ব্যাঙ্কে এসেছিল বলে সেই ফুটেজে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার ঘটনার পরে দুষ্কৃতীরা শিলিগুড়ির শহর লাগোয়া জলপাইগুড়ির একটি এলাকা থেকে গাড়িতে পালায় বলে জানা গিয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দলটি গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে পুলিশের কাছে খবর এসেছে। |