পুস্তক পরিচয় ২...
লোকজীবনের ইতিবৃত্ত সংকলনের উদ্যোগ
বাংলার বিভিন্ন অঞ্চল নিয়ে বহু ইতিবৃত্ত লেখা হয়েছে, তার মধ্যে লৌকিক দেবদেবীর প্রসঙ্গ কম নেই। কিন্তু হুগলির মতো বৈচিত্রময় জেলা, যেখানে বিভিন্ন ধর্মসম্প্রদায়ের সুদীর্ঘ উপস্থিতি জনসংস্কৃতিকে নানা দিক থেকে সমৃদ্ধ করেছে, তার লোকায়ত বিশ্বাসের জগৎটা কৌশিক পালচৌধুরী যে ভাবে আতিপাতি করে খুঁজে দেখতে চেয়েছেন, তার নজির বিশেষ মিলবে কি না সন্দেহ। হুগলী জেলার লৌকিক দেবতা (১-২ খণ্ড, সৃষ্টি, পরি: দে’জ/ পুস্তক বিপণি, ১০০.০০ ও ২০০.০০) বইয়ের দুটি খণ্ডে ব্যক্তিগত উদ্যোগে, প্রভূত পরিশ্রমে একশোটি লোকদেবতার স্থান চিহ্নিত করেছেন কৌশিক। লোকশ্রুতি, লোকাচার বর্ণনার সঙ্গে আছে লোকচিকিৎসার কথা, লোকগান সংগ্রহ। পরবর্তী তিনটি খণ্ডে থাকবে আরও অন্তত দুশোটি স্থানের কথা। রঙিন ছবি, অম্বালিকা পালচৌধুরীর আঁকা রেখাচিত্র ও মানচিত্রে সমৃদ্ধ এই নিবিড় ক্ষেত্রসমীক্ষা হুগলি তথা বাংলার লোকজীবন চর্চায় উল্লেখযোগ্য সংযোজন।
পূর্বস্থলীর ইতিবৃত্ত লেখক মৃত্যুঞ্জয় মণ্ডল নবদ্বীপ ও শ্রীচৈতন্য চর্চায় দীর্ঘদিন নিয়োজিত। তাঁর নবদ্বীপের ইতিবৃত্ত-এর দুটি খণ্ড এ বার নব সংস্করণে অখণ্ড রূপ পেল (পরি: দে’জ, ৩০০.০০)। বখতিার খিলজি-র বিতর্কিত নদিয়া আক্রমণ প্রসঙ্গ, আজকের নবদ্বীপ ও শ্রীচৈতন্যের নবদ্বীপের অবস্থান বিতর্ক দিয়ে শুরু করে লেখক তন্নতন্ন করে পাঠককে ঘুরিয়েছেন নদনদী, খালবিল, পথঘাট, জনপদে। নবদ্বীপের সমাজ, সংস্কৃতি, উৎসব, দেবদেবী, সংস্কৃত চর্চা, পুরাকীর্তি, শিল্প, পত্রপত্রিকা, স্বাধীনতা সংগ্রামে ভূমিকা ছাড়াও আছে বিশিষ্ট ব্যক্তিত্ব-পরিচিতি, তথ্যপঞ্জি, অনেকগুলি মানচিত্র ও আলোকচিত্র।
ক্ষেত্রসন্ধানী গবেষক সুকুমার মাইতি বহু দিন ধরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল থেকে সংগ্রহ করেছেন প্রাচীন পুথি, নথিপত্র, দলিল দস্তাবেজ, পুরাবস্তু, পত্রপত্রিকা, আর সে সব দিয়ে নিজের বাড়িতেই গড়ে তুলেছেন ‘বিজন পঞ্চানন সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র’, ওঁর শিক্ষক বিজনবিহারী ভট্টাচার্য আর পঞ্চানন মণ্ডলের স্মৃতিতে। এই সংগ্রহ থেকেই তিনি এর আগে প্রকাশ করেছেন কোম্পানী আমলে দক্ষিণবঙ্গে ভূমি ব্যবস্থা ও কৃষি অর্থনীতি চর্চার তথ্যাবলী (১ম খণ্ড)। এ বারে প্রকাশিত হল ঔপনিবেশিক আমলে দক্ষিণবঙ্গে ভূমি ব্যবস্থা ও কৃষি অর্থনীতি চর্চার তথ্যাবলী (২য় খণ্ড, প্রাপ্তি: ফার্মা কে এল/ পুস্তক বিপণি, ৪০০.০০)। জাতীয় লেখ্যাগারের সহায়তায় প্রকাশিত এই চারশো পাতার নথিসংগ্রহে রয়েছে তসুল্বিনামা ও পাট্টাপত্র, অবিচলনামা, একরারনামা, উইল, রোবকারি, বন্ধকনামা, বিক্রয় কোবালা, কবুলিয়ত, দানপত্র, ইজারাপাট্টা, হুকুমনামা, চিঠিপত্র প্রভৃতি বহু বিচিত্র নিদর্শন। ইতিহাসের অমূল্য আকরসূত্র হতে পারে এ ধরনের সংকলন। পাঠ সম্পর্কে নিঃসংশয় হওয়ার জন্য আরও বেশি প্রতিচিত্র দেওয়া দরকার ছিল বইটিতে।
বর্ধমানের কুলীনগ্রাম পশ্চিমবঙ্গের বৈষ্ণব সংস্কৃতির মহাকেন্দ্রগুলির অন্যতম। মালাধর বসুর জন্মস্থান, যবন হরিদাসের সিদ্ধির স্থান হিসেবে বিখ্যাত এই গ্রাম। কথিত আছে, এই গ্রাম থেকে দড়ি না গেলে পুরীর রথ টানাই হত না এক সময়। কুলীনগ্রামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পুলককুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সংকলন বৈষ্ণবতীর্থ কুলীনগ্রাম (পারুল, ১৫০.০০)। ইতিহাস, প্রত্নতত্ত্ব, বৈষ্ণব সংস্কৃতি, সাহিত্য, ধর্মসমন্বয় বিষয়ে সতেরোটি লেখার এই সংকলনে আছে চব্বিশটি সুমুদ্রিত ছবিও।
১৯২৯-এ আসামের ইতিহাস বইটি লেখেন ঢাকা জগন্নাথ কলেজের অধ্যাপক যোগেন্দ্রনাথ গুপ্ত। ইংরেজি এবং অসমীয়া ভাষায় তার আগেই এ বিষয়ে বইপত্র লেখা হয়েছে, বাংলাতেও হলিরাম ঢেকিয়াল ফুকন ‘বুরঞ্জি’র ভিত্তিতে অসমের ইতিহাস সংকলন করেছিলেন। যোগেন্দ্রনাথ প্রকাশিত বিভিন্ন সূত্র ব্যবহার করে তাঁর বইটি লেখেন। তাঁর বিক্রমপুরের ইতিহাস-এর মতো সুপরিচিত নয় এই কাজটি। সুবোধকুমার মুখোপাধ্যায়ের সম্পাদনায় দুর্লভ বইটি নতুন করে প্রকাশিত হল (গ্রন্থমিত্র, পরি: মিত্রম্, ১৬০.০০)।
মালদহ জেলার ইতিহাস চর্চা-র লেখক সুস্মিতা সোম সংকলন করেছেন জেলার লোকজীবনের তন্নিষ্ঠ বিবরণ মালদহ/ ধর্মীয় ঐতিহ্য ও লোকউৎসব (সোপান, ৪০০.০০)। ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে মালদহ জেলার অবস্থান গুরুত্বপূর্ণ, লোকায়ত জীবন এখানে স্বাভাবিক ভাবেই পুষ্ট হয়েছে বিভিন্ন ধর্মের প্রভাবে। বৌদ্ধধর্মের প্রাচীন নিদর্শনের সঙ্গে শাক্ত শৈব বৈষ্ণব ধর্ম চর্চা, মনসা পূজার উল্লেখযোগ্য ধারা (সঙ্গে মনসামঙ্গল রচনার ঐতিহ্য), সৌরধর্ম এবং ব্রাহ্মণ্য হিন্দুধর্মের নানা দিক, লোকধর্ম লোকউৎসব মেলা ব্রতের পাশাপাশি ইসলাম ধর্মের গভীর বিস্তার জেলার ধর্মীয় চরিত্রকে বিশিষ্টতা দিয়েছে। লেখক জেলার বিপুল প্রত্নতাত্ত্বিক উপাদানের সঙ্গে সাম্প্রতিক ক্ষেত্রানুসন্ধানে পাওয়া তথ্য মিলিয়ে প্রয়োজনীয় কাজটি সুসম্পন্ন করেছেন। সংযোজিত হয়েছে সুমুদ্রিত বেশ কিছু রঙিন ছবি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.