পুস্তক পরিচয় ৩...
পরিশ্রমী, কিন্তু প্রথম নহে
স্বদেশি ও বিদেশি কার্টুনের ইতিহাস লইয়া সম্প্রতি প্রকাশিত হইয়াছে বিশ্বদেব গঙ্গোপাধ্যায়ের কার্টুন রঙ্গ বিচিত্রা (করুণা প্রকাশনী)। চেহারায় নিতান্ত আকর্ষণহীন, কিন্তু গ্রন্থটি উল্টাইলে চিন্তার খোরাক মিলিতে পারে। বঙ্গভাষায় কার্টুনের ইতিবৃত্ত ও প্রকরণ লইয়া বিশ্লেষণী আলোচনা খুব সুলভ নহে, সম্প্রতি কথঞ্চিৎ অলিখিত একুশে আইনের জ্বালায় তাহাতে বিস্তর বাধাও পড়িতেছে। এমতাবস্থায় বিশ্বদেবের গ্রন্থটি ব্যতিক্রমী। রেনেসাঁস যুগের ব্যঙ্গচিত্র, ভারতের প্রতিষ্ঠিত কার্টুনিস্টদের কথা, বাংলার কার্টুন, বাংলার কার্টুন শিল্পীরা, ভবরঙ্গ, খবরঙ্গ, ভোটরঙ্গ, রাজনীতিরঙ্গ, শিশুরঙ্গ, বিচিত্ররঙ্গ এবং অলংকরণরঙ্গ— অধ্যায়ের নামগুলি পড়িলেই বুঝা যায় কার্টুনের স্মৃতি-সত্তা-ভবিষ্যৎকে একটি কাঠামোয় ফেলিয়া আলোচনা করিতে চাহিয়াছেন লেখক। বেশ কিছু আবেগমথিত মন্তব্য বাদ দিলে সেই বিশ্লেষণ সার্থকও হইয়াছে। তদুপরি চিত্রের প্রাচুর্য গ্রন্থটিকে সংগ্রহযোগ্য করিয়া তুলিয়াছে। কিন্তু ‘প্রকাশকের নিবেদন’ আশ্চর্য এক দাবি করিয়া বসিয়াছে। ‘ভারতীয় ভাষায় সর্বপ্রথম কার্টুন বিষয়ক আকর গ্রন্থ, বিশ্বদেব গঙ্গোপাধ্যায় রচিত ‘কার্টুন রঙ্গ বিচিত্রা’ প্রকাশ করে আমরা আনন্দিত ও গর্বিত’। ভারতীয় ভাষার কথা থাকুক, বাংলা ভাষাতেও বিশ্বদেবের গ্রন্থটি প্রথম নহে। বহু কাল পূর্বেই চণ্ডী লাহিড়ীর কার্টুনের ইতিবৃত্ত (গণমাধ্যম কেন্দ্র, পশ্চিমবঙ্গ সরকার) প্রকাশিত হইয়াছে। সে গ্রন্থের উল্লেখ বিশ্বদেবের গ্রন্থেও আছে। তদ্ব্যতীত এমন একটি ইতিহাস-মূলক গ্রন্থে গ্রন্থপঞ্জিও নাই। কেন? পূর্বসূরিদের প্রয়োজন হয় নাই এই গ্রন্থ লিখিতে? কার্টুন রঙ্গ বটে, কিন্তু তাহার ইতিবৃত্ত নিছক রঙ্গচ্ছলে নির্মিত হওয়া উচিত নহে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.