|
|
|
|
টুকরো খবর |
ডাকাতিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কেন্দা |
পোস্ট অফিস ও ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করল কেন্দা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের ধরা হয়। শুক্রবার পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক তাদের চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ইতিপূর্বে ডাকাতি-কাণ্ডে পুলিশ ৬ জুন কেন্দা থানার পারবাইদ গ্রামের সাধনচন্দ্র মাহাতোকে গ্রেফতার করে। পুলিশের দাবি, তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ মিলেছে। অভিযুক্তদের মোবাইল ফোনের টাওয়ারের অবস্থান দেখে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে মহম্মদ উজির আনসারি, আলম আনসারি, দিলখুস আনসারি, জসিমুদ্দিন আনসারি ও সঞ্জীব মাহাতোকে ধরা হয়। উজির, আলম ও দিলখুসের বাড়ি বলরামপুর থানার রসুলডি গ্রামে। ওই থানারই রাঙ্গাডি গ্রামে সঞ্জীবের বাড়ি। জসিমুদ্দিনের বাড়ি কেন্দার পিঁড়রা গ্রামে। ২২ মে কেন্দার পোস্ট অফিস ও ৩ জুন ওই থানার গোবিন্দপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা লুঠ হয়। পুলিশ সুপার সি সুধাকরের দাবি, “ওই দুষ্কৃতীরা আগে বরাবাজারের ভবানীপুর গ্রামে একটি ব্যাঙ্কে ডাকাতিতে যুক্ত। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার ও তিন রাউন্ড কার্তুজ মিলেছে।”
|
স্মরণসভা |
শুক্রবার মানবাজারে মানভূম জেলার বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনাসভা হয়েছে। প্রবীণ স্বাধীনতা সেনানী বিজয়কুমার দত্তের ৯৯তম জন্মদিন উপলক্ষে গুণমুগ্ধরা এ দিন তাঁর মানবাজার পোদ্দারপাড়ার বাসভবনে গিয়ে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। বিজয়বাবু বলেন, “স্বাধীনতা আন্দোলনে অনেক সাথীকে হারিয়েছি এটি তাঁদের প্রতি স্মরণ অনুষ্ঠান।” |
|
|
|
|
|