ইভটিজিংয়ের নালিশ, বসিরহাটে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সাইকেল চুরি ও ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে চুল কেটে পুলিশের হাতে তুলে দিল জনতা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাট হাইস্কুলের কাছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাইফুল গাজি। বাড়ি ইটিন্ডায়। এ দিন দুপুরে ওই রাস্তা দিয়ে কয়েক জন ছাত্রী যাওয়ার সময়ে কয়েকজন যুবক তাঁদের উদ্দেশে অশালীন মন্তব্য করে বলে অভিযোগ। ছাত্রীদের চিৎকারে লোকজন জড়ো হয়ে গেলে অন্য যুবকেরা পালিয়ে যায়। সাইফুল রাস্তার ধারে দাঁড় করানো একটি সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে লোকজন তাকে ধরে ফেলে। শুরু হয় গণধোলাই। ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেফতার করা হয়েছে সাইফুলকে। তাকে হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
|
যুবককে কুপিয়ে খুন, অভিযুক্ত দুই ভাই
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
জমি সংক্রান্ত বিবাদের জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠল তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবারের রামরামপুর গ্রামের ঘটনা। নিহতের নাম নুরুল শেখ (৩৮)। পুলিশ জানায়, নিহতের পুত্রবধূ সাকিয়া বিবি তাঁর দুই দেওরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তেরা পলাতক। তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা সন্তোষ শেখের তিন ছেলে নুরুল, নজু ও কালো শেখের মধ্যে নিজেদের বাড়ির সামনের দু’কাঠা জমি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই। বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ নুরুলের সঙ্গে অন্য দুই ভাইয়ের বিবাদ চরমে ওঠে। সেই সময় রাগের মাথায় ঘর থেকে ধারাল অস্ত্র এনে নুরুলের গলায় নজু শেখ কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই নুরুলের মৃত্যু হয়। বাবাকে বাঁচাতে গিয়ে জখম হন নুরুলের ছেলে বাপি শেখ। ঘটনার পর পালিয়ে যায় নজু ও কালো। বাপিকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হয়।
|
বধূকে খুনের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
বধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে সন্দেশখালির ভাঙাতুষখালি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম জয়া সর্দার (৩৪)। বসিরহাট মহকুমা হাসপাতালে আনা হলে সেখানেই মারা যান তিনি। জয়াদেবীর ভাই কুষ সর্দার পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, পণের দাবিতে অত্যাচার চলত দিদির উপরে। সে কারণেই গায়ে আগুন লাগিয়ে তাঁকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। জয়ার স্বামী সঞ্জিত সর্দার, দেওর দিলীপ সর্দার, ননদ উজ্জ্বলা সর্দার এবং নন্দাই কালীনাথ সর্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কুষবাবু। অগ্নিদগ্ধ অবস্থায় সঞ্জিত আপাতত হাসপাতালে। বাকিদের গ্রেফতার করেছে পুলিশ।
|
মহিলার দেহ উদ্ধার রামনগরে
নিজস্ব সংবাদদাতা • রামনগর |
এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে রামনগরের নৈনান মোড়ের কাছে একটি নিকাশি নালায় সবুজ সালোয়ার-কামিজ পরা ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে। পুলিশের অনুমান, খুন করে দেহটি ওখানে ফেলে দেওয়া হয়েছে। একটি খুনের মামলা রুজু করে দেহটি ময়না-তদন্তের জন্যে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বারাসতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বসিরহাটে মিছিল করে বাম ছাত্র-যুব ও মহিলারা। স্থানীয় টাউন হল থেকে মিছিল বেরিয়ে ইছামতী সেতুর সামনে যায়। সেখানে মোমবাতি জ্বালিয়ে নিহত ছাত্রীর আত্মার শান্তিকামনা করেন সকলে।
|
ডাকাতির আগেই ধৃত দুই দুষ্কৃতী |
ডাকাতির আগেই ধরা পড়ল সশস্ত্র দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের ঘোড়ারস গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃত দুই দুষ্কৃতীর নাম এবাদুল মণ্ডল এবং মোবারক মণ্ডল। বাড়ি বসিরহাটের মাটিয়ায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দোনলা বন্দুক, দু’রাউন্ড গুলি এবং একটি ভোজালি। ওই গ্রামে আট-দশজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পলাতক বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। |