বিদ্যুত্ দফতরে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বিদ্যুত্ চুরি রুখতে গ্রামে অভিযানে এসেছিলেন বিদ্যুত্ দফতরের কর্মীরা। অভিযোগও জানিয়েছিলেন। এরপরই বিদ্যুত্ দফতরে ভাঙচুর-সহ দু’জন কর্মীকে মারধরের অভিযোগ উঠল। শুক্রবার খড়গ্রাম বিদ্যুত্ দফতরের ঘটনা। ওই ঘটনায় পুলিশ ইস্রাফিল শেখ ও কবিরুল শেখকে ধরেছে। বৃহস্পতিবার খড়গ্রাম বিদ্যুত্ দফতরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্পণ হাজরার নেতৃত্বে আয়ড়া গ্রামে গিয়েছিল একটি দল। সে সময় গ্রামের বাসিন্দা ইস্রাফিলের বাড়িতে বিদ্যুত্ চুরি দেখেন তাঁরা। তার নামে অভিযোগ জানানো হয় দফতরে। এরপরই শুক্রবার লোকজন নিয়ে সে হামলা চালায় বিদ্যুত্ দফতরে। এমনকী অর্পণবাবুকে মারধরও করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে মার খান আরেক কর্মীও। ভাঙচুর করা হয় অফিসে। জখম ওই দুই কর্মীকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিত্সার পর তাঁদের ছেড়েও দেওয়া হয়। বিদ্যুত্ বণ্টন দফতরের কান্দি বিভাগের বিভাগীয় অধিকর্তা হরনাথ ঘোষ বলেন, “বিদ্যুত্ চুরির অভিযোগ জানানোর ফলেই দফতরের কর্মীদের মারধর করা হয়েছে।”
|
সিনেমা হলে দর্শকদের হানা
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
টিকিটের মূল্য বৃদ্ধি এবং আসন সংখ্যার থেকে বেশি টিকিট বিক্রি করার অভিযোগে নবদ্বীপের একটি সিনেমা হলে ব্যাপক ভাঙচুর চালাল বেশ কিছু দর্শক। শুক্রবার জামাইষষ্ঠীর বিকেলে সদ্য মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা দেখতে হলে ভিড় উপচে পড়ে। দর্শকদের অভিযোগ, আসন সংখ্যার থেকে বেশি টিকিট বিক্রি করা হয়েছিল এবং বিনা নোটিশে সমস্ত শ্রেণীর টিকিটের দাম পাঁচ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়। একে টিকিটের দাম বেড়েছে, তার উপর হলে ঢুকে বসার জায়গা না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর শুরু করে। |
ভাঙচুরের পর। —নিজস্ব চিত্র। |
ওই সিনেমা হলের মালিক ত্রিলোচন ভট্টাচার্য বলেন,‘‘ এ সব অভিযোগের মানেই হয় না। টিকিটের দাম বাড়ানোর কথা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। আর কোনও সিনেমা হলেই আসনের থেকে বেশি টিকিট বিক্রি করা হয় না। দর্শকেরা পর্দা ছিঁড়ে, চেয়ার ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করেছে।’’ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিলেও শুক্রবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
নির্দল প্রার্থী ক্ষুব্ধ তৃণমূল নেতা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মনোনয়ন না পেয়ে দল ছেড়ে পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন মিহির মণ্ডল। তিনি সাগরদিঘি ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন। মিহিরবাবুর বক্তব্য, “দশ বছর ধরে গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছি। এত দিন দল করেও টিকিট পেলাম। অথচ, রাজ্যে পালাবদলের পর দলে যোগ দেওয়া ভুঁইফোড় নেতাদের টিকিট দেওয়া হচ্ছে। তাই দল ছেড়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত।” ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি মহম্মদ রেজাবুল্লা বলেন, “সবাইকে তো আর প্রার্থী করা যায় না। এই নিয়ে দলের অনেকের মধ্যে ক্ষোভও রয়েছে। মনোনয়ন না পেয়েই মিহিরবাবু আমাদের দল ছেড়ে দিয়েছেন।”
|
ধর্ষণে কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
প্রতিবেশী এক মহিলাকে ধর্ষণের দায়ে তেহট্রের গোপীনাথপুর এলাকার বাসিন্দা সুকুমার সর্দার নামে এক যুবককে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, ফাস্ট ট্রাক দ্বিতীয় আদালতের বিচারক শিউলি বিশ্বাস। সরকারি আইনজীবী মানস বসুরায় বলেন, “২০০৬ সালের ৪ জুলাই রাতে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী ওই মহিলাকে ধর্ষণ করা হয়।”
|
মনোনয়ন প্রত্যাহার দুই প্রার্থীর
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
মনোনয়ন প্রত্যাহার করলেন সিপিএমের দুই প্রার্থী। চাকদহের রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতের এনায়েতপুর দক্ষিণ এলাকার প্রার্থী ববিতা সর্দার এবং চাকদহ পঞ্চায়েত সমিতির ১৬ নম্বর আসনের প্রার্থী নূর ইসলাম জমাদার বৃহস্পতিবার চাকদহ বিডিও অফিসে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ঘটনার জন্য অবশ্য তৃণমূলকেই দায়ী করেছে সিপিএম। অভিযোগ মানেনি তৃণমূল।
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু কৃষ্ণগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়, অমর গয়ালী (৪৮) নামে ওই ব্যক্তির বাড়ি কৃষ্ণগঞ্জের কুমারপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে মাজদিয়া স্টেশনে গেদে লোকাল থেকে নামতে গিয়ে ট্রেনের তলায় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মারা যান। |