টুকরো খবর
সম্প্রতি সল্টলেকের সিএল ব্লকে হয়ে গেল রবীন্দ্রস্মরণ। এতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন উমা মুখোপাধ্যায়। দ্বিতীয় পর্বে ছিল রবীন্দ্র নৃত্যনাট্য। আয়োজনে ছিল ‘বিভূ-রেখা’।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে অনুষ্ঠান ‘শ্যামল সুখের ধরা’য় সৌমিত্র চট্টোপাধ্যায়,
শৌনক চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র ও ব্রততী বন্দ্যোপাধ্যায়। ছিলেন বরুণ চন্দ ও রূপঙ্কর।
‘চিন্তন’-এর আয়োজনে সম্প্রতি জি ডি বিড়লা সভাগারে । ছবি: বিশ্বনাথ বণিক

একটি বিজ্ঞাপনী প্রচারে তনুশ্রী। আয়োজনে ছিল ‘ভ্যাসলিন হেলদি হোয়াইট তুড়িতে
তৈরি’ ও আনন্দবাজার পত্রিকা। সম্প্রতি মণিস্কোয়্যার মলে। ছবি: শৌভিক দে

জামাইষষ্ঠীকে সামনে রেখে সম্প্রতি ডিকেএস ক্লাবে একটি রান্নার কর্মশালার আয়োজন করেছিল সানন্দা ক্লাব। শাশুড়ি
এবং হবু শাশুড়িদের জন্য এই কর্মশালায় একগুচ্ছ জিভে-জল-আনা পদের রান্না শেখাতে ছিলেন শহরের
একটি হোটেলের শেফ দীপ মিত্র ঠাকুর। দুই পর্বের এই কর্মশালায় অংশ নেন মোট ১০০ জন।

বিশ্ব পরিবেশ দিবসে সবুজ, জলাশয় ও খেলার মাঠ রক্ষার দাবিতে বরাহনগরের বিভিন্ন ক্লাব-সংগঠনের
উদ্যোগে পদযাত্রা। পুরপ্রধান অপর্ণা মৌলিক-সহ তৃণমূল ও সিপিএমের কাউন্সিলররা পদযাত্রায় অংশ নেন।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.