মন্ত্রী মিথ্যুক, পাল্টা বিরোধীদের
আমদানি লবি হুমকি দেয়: মইলি
য়লার পর এ বার প্রাকৃতিক গ্যাস নিয়েও উত্তাল রাজধানীর রাজনীতি।
পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলির বিরুদ্ধে রিলায়্যান্সকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। তার বিরুদ্ধে মুখ খুলে আমদানিকারী লবি পেট্রোলিয়াম মন্ত্রীদের হুমকি দেয় বলে মইলির পাল্টা বয়ান। আবার দিনের শেষে সেই বক্তব্যকেও নস্যাৎ করে বিরোধীদের তোপ। শুক্রবার এই তরজায় সরগরম দিল্লির দরবার।
প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িয়ে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজকে মইলি বাড়তি সুবিধা দিতে চান বলে বেশ কিছু দিন ধরেই সরব সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত। এ দিন তা নিয়ে প্রশ্ন করা হলে, সকলকে কিছুটা চমকে দিয়েই মইলি বলেন, “তেল ও গ্যাসের উপর ভাসছি আমরা। কিন্তু আমদানিকারী লবি চায় না, তা তোলা হোক। লাল ফিতের ফাঁস তো আছেই। রয়েছে লবির চাপও। তাদের কাছে হুমকি পেতে হয়েছে প্রত্যেক পেট্রোলিয়াম মন্ত্রীকেই।” তবে এ বিষয়ে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি তিনি।
প্রত্যাশিত ভাবেই মইলির এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন গুরুদাসবাবু। তাঁর প্রশ্ন, “এ দেশে তেল ও গ্যাস আমদানি করে শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাদের পক্ষে মইলিকে হুমকি দেওয়া আদৌ সম্ভব? আর যদি তা হয়েই থাকে, তা হলে তিনি সিবিআইয়ের দ্বারস্থ হচ্ছেন না কেন?”
মইলিকে কোণঠাসা করতে মাঠে নেমেছে বিজেপিও। এনডিএ জমানায় পাঁচ বছর পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব সামলানো রাম নাইকের দাবি, মন্ত্রী থাকাকালীন এমন কোনও হুমকি পাননি তিনি। এমনকী কাদের চাপে এস জয়পাল রেড্ডিকে মন্ত্রক থেকে সরানো হল, এ দিন ফের তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।
মন্ত্রীর যুক্তি, প্রাকৃতিক গ্যাসের ন্যূনতম দাম বাড়ালে (প্রতি ১০ লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিটে এখনকার ৪.২ ডলারের বদলে ৬.৭ ডলার), তবেই এই ক্ষেত্রে টাকা ঢালবে লগ্নিকারীরা। বিনিয়োগ এলে, দেশে এই সব প্রাকৃতিক সম্পদের উৎপাদন বাড়বে। কমবে আমদানি নির্ভরতা। বছরে ১৬ হাজার কোটি ডলার তেল-গ্যাস আমদানির খরচও কমবে অনেকটাই।
কিন্তু এই যুক্তি নাকচ করে গুরুদাসবাবুর দাবি, “মইলি আসলে বিভ্রান্ত করছেন। মিথ্যা গল্প বানাচ্ছেন নিজের মত প্রতিষ্ঠার জন্য। আমদানি চালু রাখতে চাপের কথা যদি তিনি বলেন, তবে তিনি ডাহা মিথ্যুক।”
এই বিতর্কে এ দিন কার্যত পিঠ বাঁচিয়েছে কংগ্রেস। মন্ত্রী নিজেই এ বিষয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছে তারা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.