শহরে পৃথক তিনটি পথ-দুর্ঘটনায় আহত হলেন পাঁচ জন। পুলিশ জানায়, শুক্রবার বেলা এগারোটা নাগাদ প্রথম ঘটনাটি ঘটে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ এবং নীলমণি মিত্র স্ট্রিটের মোড়ে। একটি গাড়ির ধাক্কায় আহত হন প্রদীপ বসু নামে এক পথচারী। মাথায় আঘাত-সহ তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। চালক-সহ গাড়িটি আটক করেছে বড়তলা থানার পুলিশ। প্রায় একই সময়ে পার্ক সার্কাস সাত মাথার মোড়ে গাড়ির ধাক্কায় আহত হন এক মোটরবাইক আরোহী। তাঁর নাম দিব্যেন্দু ভৌমিক। তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ দশ চাকার একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাজাবাজার ট্রাম ডিপোর কাছে উল্টে যায়। চালক সন্দেশ রায়ের মাথায় চোট লাগে। তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় এনআরএসে ভর্তি করা হয়। ডাম্পারের খালাসি বিকাশ ভুঁইয়াকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
|
যাদবপুরের স্কুলছাত্র শুভদীপ ওরফে শুভম দাস আত্মঘাতী হয়েছে বলেই জানাল পুলিশ। বুধবার রাতে বিজয়গড়ের কাছে ৪৭/৪এ প্রিন্স গোলাম হোসেন শাহ রোডের বাড়ি থেকে শুভমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় শুভমের ঠাকুমা শিউলি দাস এবং পিসি ঋতা জয় শুভমের মা ভাস্বতীদেবীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান, ভাস্বতীদেবী ছেলের উপরে অত্যাচার করতেন ও শুভমের মৃত্যুও অস্বাভাবিক। শুক্রবার অবশ্য পুলিশ জানিয়েছে, সেই অভিযোগ সত্যি নয়। তবে শুভমের ঠাকুমা ও পিসির অভিযোগের ভিত্তিতে পুলিশ ‘২৩ জুভেনাইল জাস্টিস অ্যাক্টে’ ভাস্বতীদেবীর বিরুদ্ধে মারধর ও অত্যাচারের তদন্ত শুরু করেছে।
|
গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে জখম হলেন দুই যুবক। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরণির একটি খাবারের দোকানে। পুলিশ জানায়, অখিলেশ যাদব ও অভিষেক যাদব নামে দুই কর্মী যখন খাবার তৈরি করছিলেন তখনই দুর্ঘটনা ঘটে। দমকলের দু’টি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। অখিলেশকে ৩৫ শতাংশ ও অভিষেককে ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় উদ্ধার করে আমহার্স্ট স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
মাঠপুকুর কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাওয়ের জামিনের আবেদন শুক্রবার ফের আলিপুর দায়রা আদালতে খারিজ হল। একই আদালতে ও একই বিচারকের কাছে এই আবেদন ১৪ দিনের মধ্যে দু’বার খারিজ হল। সরকারের তরফে এ দিন ময়না-তদন্তের রিপোর্ট এবং এক জন বিশেষজ্ঞ-চিকিৎসকের দেওয়া অভিমত আদালতে পেশ করা হয়। তার ভিত্তিতেই জামিনের আবেদন খারিজ করেন বিচারক শ্যামসুন্দর চট্টোপাধ্যায়।
পুরনো খবর: ধাপায় খুন তৃণমূল নেতাই, পুরপিতাকে ধরার নির্দেশ
|
তিন মাস আগে পাচার হওয়া এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার, মুচিপাড়া থানার প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের একটি বাড়ি থেকে। পুলিশ জানায়, ওই নাবালিকার বাড়ি হাসনাবাদে। এলাকারই এক দম্পতি কলকাতায় এনে মিঠু দাস নামে এক মহিলার কাছে বিক্রি করে তাকে। গ্রেফতার করা হয়েছে মিঠু দাসকে। দম্পতির খোঁজ চলছে।
|
বাংলাদেশের টাঙ্গাইলের এক যুবক বাসিন্দা পাসপোর্ট ছাড়াই বহরমপুরের সীমান্ত টপকে ভারতে ঢোকেন। শুক্রবার সকালে জাল পাসপোর্ট নিয়ে এমিরেটসের উড়ানে দুবাই যাওয়ার মুখে ধরা তিনি পড়ে গেলেন বিমানবন্দরে। পুলিশ জানায়, ধৃতের নাম ওয়াজেদ আলি। পাসপোর্টটি ছিল আজিজুল জমাদার নামে দক্ষিণ ২৪ পরগনার এক বাসিন্দার। জেরায় ওয়াজেদ জানান, উস্তির এক দালালের কাছ থেকে ওই পাসপোর্ট জোগাড় করে তিনি তাতে নিজের ছবি সাঁটিয়ে নেন। দুবাই গিয়ে চাকরি করার ইচ্ছা ছিল ওয়াজেদের। |