দু’দিন কেটে গেলেও নিউ টাউনের শান্তিময়নগরে মানসিক প্রতিবন্ধী এক মহিলাকে ধর্ষণে অভিযুক্ত রাজমিস্ত্রিকে এখনও ধরতে পারেনি পুলিশ।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে শান্তিময়নগরে। পুলিশ জানায়, বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগে বুধবার সকালে বছর পঁচিশেকের ওই মহিলার বাড়িতে ঢুকে পড়েন ওই রাজমিস্ত্রি। পাড়ার লোকেরা জানিয়েছেন, মাঝেমধ্যেই বছর চল্লিশের ওই রাজমিস্ত্রি ওই বাড়িতে আসতেন। বুধবার সকালে দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন প্রতিবেশী এক মহিলা। তিনিই অন্যদের বিষয়টি জানান। পাড়ার লোকেরা ওই মহিলার মাকে খবর দেন। মহিলার পরিবারের সদস্যেরা ওই রাজমিস্ত্রির বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। বিধাননগর মহকুমা হাসপাতালে ওই মহিলার শারীরিক পরীক্ষা হয়। পুলিশ জানিয়েছে, মহিলার প্রাথমিক শারীরিক পরীক্ষায় অভিযোগের প্রমাণ মেলেনি। পুলিশ জানায়, ওই মহিলা বিবাহিতা। তিনি শান্তিময়নগরে তাঁর বাপের বাড়িতে থাকেন। তাঁর তিন বছরের ছেলে আছে। ওই মহিলার মা জানিয়েছেন, অভিযুক্ত ওই মিস্ত্রি তাঁদের অনুপস্থিতিতে বিভিন্ন অজুহাতে তাঁদের ঘরে মাঝেমধ্যেই আসতেন। তাঁকে অনেক বার বারণ করা হলেও তিনি শোনেননি। ওই মহিলার মা বলেন, “আমার মেয়ে মানসিক প্রতিবন্ধী। মেয়েকে সব সময়ে চোখে চোখে রাখার চেষ্টা করতাম। তবু এ রকম একটা ঘটনা ঘটল। আমরা দোষীর কঠোর শাস্তি দাবি করছি।” বিধাননগর পুলিশ কমিশনারেটের এডিসিপি সন্তোষ নিম্বলকর বলেন, “অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি করছি। অভিযুক্তের আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
|