|
|
|
|
ঘুষ নেওয়ার নালিশ, ধৃতদের জেল হাজত |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
ঘুষ নেওয়ার অভিযোগে জেলা আয়কর দফতরের এক কর্মী-সহ দু’জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতেরা হলেন ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বদরে আলম ও সুশান্ত দাস। জেলা আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, দিন পনেরো আগে রামপুরহাট এলাকার এক বিমা এজেন্ট পুলক মণ্ডলের সঙ্গে কাগজপত্র নিয়ে কথা কাটাকাটি হয় আয়কর দফতরের কোনও এক কর্মীর। পুলববাবু ফিরে যান। পরে তিনি সিবিআইয়ের কাছে অভিযোগ করেন যে, রিফান্ডের পেপার ছাড়ার ব্যাপারে আয়কর দফতরের কর্মী তাঁর কাছে ঘুষ দাবি করেছেন।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযোগ পেয়ে সিবিআই ওই কর্মীর ফোনে আড়ি পাতে। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ পুলকবাবু বদরে আলম নামে ওই কর্মীকে ৫০০ টাকা দিতে গেলে সুশান্ত দাস নামে এক ব্যক্তিকে দিতে বলেন। সুশান্তবাবু দফতরের কেউ নন। তিনি ট্যাক্স ফাইল করার কাজ করেন। ওই সময় উপস্থিত ছিলেন সিবিআইয়ের লোকজন। তার পরেই ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআইয়ের দল। ১৫ জনের ওই দলের একাংশ বদরে আলমের বাড়ি মুর্শিদাবাদেও হানা দেয়। সেখান থেকে কিছু পাওয়া গিয়েছে কি না জানা যায়নি। রাতভর জিজ্ঞাসাবাদ করার পরে শুক্রবার সকালে তাদের গ্রেফতার করে। এ দিন দক্ষিণবঙ্গের সিবিআইয়ের আসানসোল আদালতে ওই দু’জনকে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। জেলা ইনকামট্যাক্স অফিসার দীপককুমার বিশ্বাস বলেন, “বদরে আলম ও সুশান্ত দাসকে গ্রেফতার করার ঘটনা সত্যি। তদন্তে সিবিআইকে সমস্ত রকম সহযোগিতা করা হবে।” |
|
|
|
|
|