|
|
|
|
রামপুরহাটে নিহত যুবকের পরিচয় মিলল |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
স্বাধীনপুর ও দাদপুর গ্রামের মাঝে খালে পড়ে থাকা ক্ষতবিক্ষত মৃতদেহের পরিচয় উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মজিদ শেখ (২৫)। তাঁর বাড়ি মাড়গ্রামের মালিবাগান পাড়ায়। শুক্রবার নিহতের পরিবারের লোকজন মজিদের দেহটি শনাক্ত করেন। পুলিশ ওই খুনের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি।
বৃহস্পতিবার সকালে রামপুরহাট থানার স্বাধীনপুর ও দাদপুর গ্রামের মাঝে ওই দেহটি মেলে। তখন ওই যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছিল, বছর পঁচিশের ওই যুবকের দেহে ছুরির আঘাত ছিল। তিনি একটি জিনস ও ছাপা জামা পড়েছিলেন। ঘটনাস্থল থেকে একটি বড় মাপের দড়িও উদ্ধার করেছিল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল, সম্ভবত দড়ি দিয়ে শ্বাসরোধ করে পরে ছুরি দিয়ে কুপিয়ে ওই যুবককে খুন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পেশায় বেআইনি মোটর ভ্যান চালক মজিদ গ্রামেরই দর্জিপাড়ার বাসিন্দা আজিজুল শেখের ভ্যানটি চালাতেন। প্রায় দিন সন্ধ্যায় তিনি মাড়গ্রাম থেকে ভ্যান চালিয়ে রামপুরহাট স্টেশনে চলে আসতেন। সেখানে গাড়িটি ভাড়ায় খাটাতেন। ভোরের দিকে বাড়ি ফিরতেন। বুধবার সন্ধ্যাতেও মজিদ ওই ভ্যান নিয়ে রামপুরহাট স্টেশনে গিয়েছিলেন। নিহতের দিদি সেবিনা বিবি বলেন, “বৃহস্পতিবার বাড়ি না ফিরলেও ভাই রামপুরহাটে আছে ভেবে চিন্তা করিনি। কিন্তু শুক্রবার সকালেও মজিদ বাড়ি না ফেরায় আমরা তাঁর খোঁজ শুরু করি।” অভিযোগ জানাতে এসে মাড়গ্রাম থানা থেকে সেবিনা-রা জানতে পারেন, একই বয়সের এক যুবকের দেহ রামপুরহাট মহকুমা হাসপাতালের মর্গে পড়ে আছে। হাসপাতালে পৌঁছে মৃতদেহ দেখে নিহত মজিদকে শনাক্ত করেন সেবিনা-রা। মজিদের হত্যার পরে তাঁর নিয়ে যাওয়া ভ্যানটিরও কোনও খোঁজ মিলছে না। এ দিকে স্থানীয় সূ্ত্রে খবর, বুধবার গভীর রাতে এক ব্যক্তি মজিদের ভ্যানটি ভাড়া করে রামপুরহাট স্টেশন থেকে নলহাটির দিকে রওনা দিয়েছিলেন। স্টেশনে থাকা অন্যান্য ভ্যানচালকদের অনুমান, পথে ওই ব্যক্তিই মজিদকে খুন করে ভ্যানটি চুরি করে থাকতে পারেন। পুলিশ অবশ্য জানিয়েছে, তাঁদের কাছে এখনও এমন খবর নেই। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
|
|
|
|
|