পাচারের আগে কিশোর উদ্ধার সেহারাবাজারে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জোর করে দুই কিশোরকে বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এক স্কুলশিক্ষিকার কাছ থেকে এই খবর পেয়ে ওই দু’জনকে উদ্ধার করল পুলিশ। তাদের পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল গৌতম ধারা নামে এক জনকেও। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বাসে উঠে সন্দেহ হওয়ায় মাধবডিহির পাইটা গার্লস হাইস্কুলের শিক্ষিকা লুনা কোনার পুলিশে খবর দেন। সেহারাবাজার ফাঁড়ির পুলিশ আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাওয়া বাসটি থামায়। সেখান থেকে তেরো ও দশ বছরের দুই কিশোরকে উদ্ধার করা হয়। এক জনের বাড়ি হাওড়ার শ্যামপুরে ও অন্য জনের হুগলির আরামবাগে। তাদের বাড়িতে খবর দেওয়া হয়। পুলিশের দাবি, আরামবাগের বাসিন্দা গৌতম জেরায় জানিয়েছে, ওই কিশোরদের উত্তরপ্রদেশে পাচার করা হচ্ছিল। ওই কিশোরদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চাইল্ডলাইন সংস্থাকে খবর দেয় পুলিশ। পরে বর্ধমান শিশুকল্যাণ সমিতির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান।
|
খেতমজুরের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক খেতমজুরের। তাঁর নাম গোলক মালিক (৮০)। বাড়ি হাটগোবিন্দপুরের হাটকন্ডা গ্রামে। শুক্রবার সকালে হাট থেকে ফেরার সময়ে একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মারা যান তিনি। মোটরবাইকটি পলাতক। |