সিবিআই তদন্তের দাবি নিহতের স্ত্রীর
নেতা খুনের কিনারা হল না চার দিনেও
বার্নপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের খুনের ঘটনায় দুই মহিলা-সহ বেশ কয়েক জনকে জেরা করলেও এখনও কোনও কিনারা করতে পারল না পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুললেন নিহতের স্ত্রী শেফালি সরকার। এ ব্যাপারে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানিয়েছেন। সিপিএম তাঁর দাবিকে সমর্থন করেছে। তবে এখনই পুলিশের উপর ভরসা না হারাতে তাঁকে অনুরোধ করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। তাঁর বক্তব্য, “তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এত তাড়াহুড়োর কিছু নেই।”
গত রবিবার বার্নপুরে প্রাতর্ভ্রমনে বেরিয়ে দুই আততায়ীর গুলিতে খুন হন প্রাক্তন সিপিএম বিধায়ক দিলীপ সরকার। তার পরে চার দিন পেরিয়ে গিয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, “ দু’জন মহিলা-সহ বেশ কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ জারি থাকবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে ছেড়ে যাওয়া দিলীপবাবুর প্রাক্তন গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিহতের দুই বোন বার্নপুরেই থাকেন। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওই দুই মহিলা দিলীপবাবুর পালিত কন্যা বলে পরিচিত। নিজে দাঁড়িয়ে থেকে তাঁদের বিয়ে দিয়েছেন

ঘটনার দিন
শেফালিদেবী।
—নিজস্ব চিত্র
দিলীপবাবু। এদের একজন বর্তমানে কলকাতায় স্বামীর সঙ্গে বসবাস করছেন। অপরজন বার্নপুরেই থাকেন। পুলিশ তাঁদের দুজনকেই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। দিলীপবাবুর অত্যন্ত পারিবারিক ঘনিষ্ঠদেরও পুলিশ জিজ্ঞাসাবাদের তালিকায় রেখেছে। আসানসোলের গোপালপুর নিবাসী ইসিএলের এক কর্মীর স্ত্রীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার তাঁর খোঁজও করেছিল পুলিশ। কিন্তু তিনি শহরে ছিলেন না। এক বছর আগে বার্নপুরের প্রাক্তন বিধায়ক বামাপদ মুখোপাধ্যায়ের ছেলে অর্পণের খুনের ঘটনায় পুলিশ যাদের জিজ্ঞাসাবাদ করেছিল, তার রিপোর্টও গোয়েন্দা দফতর খতিয়ে দেখছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এর মধ্যেই সিবিআইকে দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছেন দিলীপবাবুর স্ত্রী শেফালিদেবী। বুধবার তিনি বলেন, “আমি পুলিশের উপর বা সিআইডি তদন্তের উপর কোনও আস্থা রাখছি না। তাঁরা এই খুনের কিনারা করতে পারবে না।” তাঁর বক্তব্য, পুলিশ তদন্ত শুরু করার আগেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় যেভাবে প্রকাশ্যে দিলীপবাবুকে নারী-পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছেন, তাতে তিনি নিশ্চিত, তদন্তের ক্ষেত্রে পুলিশকে প্রভাবিত করছে শাসক দল। তিনি বলেন, “এর পরে পুলিশ কমিশনার অজয় নন্দ সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বুলি আউড়ে ঘটনাটিকে ব্যক্তিগত খুন বলে দাবি করেছেন। আইজি (শৃঙ্খলা) বাণীব্রত বসুও মন্তব্য করেছেন, নিহত নেতার সঙ্গে কয়েক জন মহিলার যোগাযোগ রয়েছে বলে তাঁরা ‘কল লিস্ট’ থেকে জানতে পেরেছেন। তাই আমি মনে করছি, পুলিশ বা সিআইডি ঠিক করে তদন্ত করবে না। সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হোক।” এ বিষয়ে শেফালিদেবী আইনজীবীদের পরামর্শও নিচ্ছেন বলে জানিয়েছেন। সিপিএমকেও এ কথা জানিয়েছেন তিনি। তবে তাঁর মন্তব্য, এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে পুলিশ জানিয়েছে, তদন্তের কাজে কোনওরকম পক্ষপাতিত্ব বা গাফিলতি নেই।
শেফালিদেবীর বক্তেব্যোর সঙ্গে সহমত সিপিএমও। বুধবার দলের বর্ধমান জেলা সম্পাদক অমল হালদার বলেন, “ওনার স্ত্রীর ইচ্ছাকে আমরা পূর্ণ সহমত জানিয়েছি।” অমলবাবু বলেন, “সরকার ও পুলিশ তদন্তের মুখ ঘোরানোর চেষ্টা করছে। তাতে সঠিক তদন্ত আশা করা যাচ্ছে না। আমরা দিলীপবাবুর পরিবারকে সবরকম সাহায্য করব।” তিনি জানান, ১৭ জুন বার্নপুরের বাড়ি ময়দানে প্রয়াত নেতার স্মরণসভা হবে। তারপরেই লাগাতার আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।
তবে এখনই দলের তরফে সরাসরি সিবিআই তদন্ত চাওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দলের একাংশ। তাঁদের যুক্তি, তদন্ত সিবিআইয়ের হাতে চলে গেলে পুলিশ বা রাজ্য প্রশাসনকে আর কিছু বলার থাকবে না। পুলিশের বিরুদ্ধে আন্দোলনও জারি রাখা যাবে না। পঞ্চায়েত নির্বাচনের আগে সরকার বা প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা তোলার পথ বন্ধ

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.