দলের নির্দেশ অমান্য করে আলু ব্যবসায়ী রাজকুমার মণ্ডল খুনে ধৃত আর এক অভিযুক্তের হয়ে ফের বুধবার আদালতে সওয়াল করলেন তৃণমূলের বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মণ্ডল আজিজুল। কাটোয়ার এসিজেএম অঞ্জনকুমার সরকার ধৃত শাহিদুল্লাহ শেখকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের দাবি, রাজকুমারবাবুকে খুনে মূল অভিযুক্ত কুমার শেখকে জেরা করে শাহিদুল্লাহের নাম পাওয়া গিয়েছে। শাহিদুল্লাহ ওরফে চাকা শেখের বিরুদ্ধে কাটোয়া থানায় ডাকাতি ও মাদাক চক্র চালানোর অভিযোগ রয়েছে।
রাজকুমারবাবুকে দলীয় সমর্থক দাবি করে দোষীদের শাস্তি চেয়ে কাটোয়া শহরের গোয়েন্কা মোড়ে সভা করেছিল তৃণমূল। সেই সভার অন্যতম বক্তা ছিলেন মণ্ডল আজিজুল। কিন্তু মঙ্গলবার তিনি কুমারের জামিনের পক্ষে কোর্টে সওয়াল করেন। তৃণমূল নেতা-কর্মী, কাটোয়ার ব্যবসায়ী সংগঠনের সদস্যেরা মণ্ডল আজিজুলের এই ভূমিকার সমালোচনা করেছিলেন। মঙ্গলবার রাতে তাঁকে ওই মামলা থেকে সরে আসার জন্য দলের তরফে নির্দেশ দেন তৃণমূলের জেলা (গ্রামীণ) সভাপতি স্বপন দেবনাথ।
মঙ্গলবার অভিযুক্তের জামিনের জন্য আদালতে সওয়ালের কারণ হিসেবে মণ্ডল আজিজুল দাবি করেছিলেন, “মিথ্যা অভিযোগে পুলিশ কাউকে ধরলে আইনজীবী হিসেবে তো সওয়াল করতেই হবে। তা ছাড়া ওকালতনামায় আমার নাম নেই।” বুধবার অবশ্য তাঁর দাবি, অভিযুক্তের পক্ষে সওয়াল করেননি। যদিও পুলিশ জানিয়েছে, এ দিনও চাকা শেখের জামিনের জন্য কোর্টে সওয়াল করেন মণ্ডল আজিজুল।
|