হুমকির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
বাঁকুড়া জেলা পরিষদের খাতড়ার কংগ্রেস প্রার্থী তপন মণ্ডলকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ওই কংগ্রেস প্রার্থী পুলিশের কাছে তৃণমূলের স্থানীয় কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জেলা পরিষদের ১২ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন খাতড়ার গদারহার গ্রামের বাসিন্দা তপনবাবু। ওই আসনেরই প্রার্থী জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শ্যামল ওরফে বেণু সরকার। তপনবাবুর অভিযোগ, “সোমবার দুপুরে তৃণমূলের জনা পঁচিশ কর্মী আমার বাড়িতে চড়াও হয়েছিল। সেই সময় আমি বাড়িতে ছিলাম না। যাতে ভোট থেকে সরে দাঁড়াই, তার জন্য আমার স্ত্রী ও মেয়েকে গালিগালাজ করে হুমকি দেওয়া হয়।” খাতড়া ব্লক কংগ্রেস নেতা স্বপন মর্দ্দন্যার অভিযোগ, “ভোটে আমাদের দলের প্রার্থী হওয়ার অপরাধেই তপনবাবুকে ক্রমাগত হুমকি দিচ্ছে তৃণমূল। এতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।” পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। অভিযোগ উড়িয়ে শ্যামলবাবুর দাবি, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা কাউকে প্রার্থিপদ প্রত্যাহারের জন্য হুমকি দিইনি। ভোটে হারবে জেনেই অপপ্রচার শুরু করেছে কংগ্রেস।”
|
কুপ্রস্তাবে না, খুনের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
অশালীন প্রস্তাবে সায় না দেওয়ায় বাড়ির মধ্যে ঢুকে বিধবাকে বোমা মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার রাতে রঘুনাথপুর থানার মঙ্গলদা গ্রামের ঘটনা। ওই মহিলা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ডান হাত বোমার ঘায়ে গুরুতর জখম হয়েছে। অভিযুক্ত নুর মহম্মদ পলাতক। পুলিশ জানিয়েছে, বছর চল্লিশের ওই বিধবা বারো বছরের মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকেন। স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করে সংসার চালান তিনি। নির্বাহ করতেন তিনি। পেশায় রাজমিস্ত্রি, নুর মহম্মদ পাশের গোবরান্দা গ্রামের বাসিন্দা। সে বিবাহিত। সে ওই মহিলাকে মাঝেমধ্যেই কুপ্রস্তাব দিত বলে অভিযোগ। হাসপাতালে শুয়ে ওই মহিলা বলেন, “সোমবার রাত নটা নাগাদ নুর তাঁর বাড়িতে এসে দরজা খুলতে বলে। দরজা খুলিনি। তাই দরজা ভেঙে ভিতরে ঢুকে আমার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করে নুর। চিৎকার শুরু করলে বোমা ছুড়ে দেয়। সরে যাওয়ায় ভাগ্যক্রমে রক্ষা পেয়েছি।” বোমার আওয়াজে পড়শিরা ছুটে এলে পালিয়ে যায় নুর। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশ গ্রামে গিয়ে ওই বিধবাকে হাসপাতালে ভর্তি করায়। পরে ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার খোঁজ চলছে।”
|
পুলিশকর্মী-সহ মৃত ২ দুর্ঘটনায়
নিজস্ব সংবাদদাতা • নিতুড়িয়া ও খাতড়া |
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে নিতুড়িয়া থানায় দামোদর নদের উপরে সুভাষ সেতুতে। মৃতের নাম নেপাল মণ্ডল (৪৫)। নিতুড়িয়া থানার ওই কনস্টেবলের বাড়ি আড়শা থানার কুমারডিহি গ্রামে। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনের মুখে বাইরে থেকে আসা গাড়িগুলির উপর ওই পুলিশরর্মী নজর রাখছিলেন। একটি গাড়ি থামার নির্দেশ দেওয়া হলেও চালক ওই পুলিশকর্মীকে ধাক্কা মেরে পালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।” পরে পুলিশ কিছুটা দূর থেকে গাড়িটি আটক করলেও চালক ও আরোহীরা পালিয়েছে। সোমবার সকালে খাতড়া থানার দেঁদুয়া সেতুর কাছে, খাতড়া-রানিবাঁধ রাস্তায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় রামেশ্বর মাণ্ডি (৪৮) নামে এক সাইকেল আরোহীর। তাঁর বাড়ি খাতড়ার মেঝারিগোড়া গ্রামে।
|
পরীক্ষার দিন বদল
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের বি.এ বি.কম বি.এসসি (পার্ট ওয়ান) পরীক্ষার দিন পিছিয়ে গেল। আগে জুলাইয়ের ২, ৩ এবং ৪ তারিখ পরীক্ষার দিন ছিল। তা পরিবর্তিত হয়েছে ২, ৩ এবং ৫ অগস্টে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুবলচন্দ্র দে বলেন, “ভোটের জন্য পরীক্ষার দিন বদল করা হয়েছে।” |