গভীর রাতে বাড়িতে ঢুকে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী। সোমবার ঘটনাটি ঘটেছে জয়নগরের বেনেজি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১২টা নাগাদ ওই গ্রামের বাসিন্দা গোপাল মণ্ডলের বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী। পরিবারের সদস্যদের একটি ঘরে ঢুকিয়ে দিয়ে লুঠপাট চালায়। ইতিমধ্যে গোপালবাবুর পরিবারের লোকেদের চিত্কারে ঘুম ভেঙে যায় গ্রামবাসীদের। বেগতিক দেখে চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পালানোর সময় একজন দুষ্কৃতীকে ধরে ফেলে গ্রামবাসীরা।
তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাবলু সর্দার। বাড়ি জয়নগরের গোদাবর গ্রামে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি রিভলভার এবং দু’রাউন্ড গুলি।
|
বজ্রাঘাতে দু’টি পৃথক ঘটনায় মৃত্যু হল এক জনের। জখম এক কিশোর। মারা গিয়েছে দু’টি গরুও। সোমবার ঘটনাগুলি ঘটেছে হাসনাবাদের খড়মপুর, আবাদ খড়মপুর ও চিমটা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, খড়মপুরের বাসিন্দা সুজিত মণ্ডল (২৭) বাজ পড়ছে দেখে বাড়ির কাছে একটি মেছোভেড়ির আলাঘরে আশ্রয় নেন। বাজ পড়ে সন্ধে সাড়ে ৬টা নাগাদ সেখানেই মারা যান তিনি। চিমটা গ্রামে দু’টি গরু মাঠের মধ্যেই বজ্রাঘাতে মারা যায়। আবাদ খড়মপুর গ্রামের আবুবক্কর মোল্লার বাড়ি বাজ পড়ে চোট পায় তার ছেলে খাদিমুল।
|
ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে মন্দিরবাজারের বীরেশ্বরপুর কলেজের পাশের মাঠ থেকে ধরা পড়ে সামিম মোল্লা, ফকিউদ্দিন গাজি, আজিজুল গায়েন ও হায়দার গায়েন নামে ওই চার জন। ধৃতদের বাড়ি স্থানীয় নিশাপুর গ্রামে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি রিভলভার ও এক রাউন্ড কার্তুজ। |