বেহাল রাস্তার কারণে সমস্যায় পড়েছেন দেগঙ্গার বেড়াচাঁপার বাসিন্দারা। সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দিয়ে, পথ অবরোধ করেও সুরাহা হয়নি বলে জানিয়েছেন তাঁরা। রাস্তার বড় বড় গর্তে পড়ে আহত হচ্ছেন অনেকে। দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।
ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, বেড়াচাঁপা থেকে হাড়োয়া পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরেই খারাপ। বিশেষ করে মল্লিকপুর থেকে হাড়োয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ৩ কিলোমিটার এবং বেড়াচাঁপা থেকে চন্দ্রকেতুগড় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার হাল খুবই খারাপ। কয়েক দিনের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নিয়েছে। |
এই হাল রাস্তার। —নিজস্ব চিত্র। |
ব্যবসায়ীরা ইতিমধ্যেই বেড়াচাঁপা সব্জি বাজারের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।
ব্যবসায়ীদের তরফে তারক মুখোপাধ্যায়, সজল চট্টোপাধ্যায়, জাহির হোসেনরা বলেন, “রাস্তার অবস্থা একেই খারাপ। নিকাশিও বেহাল হওয়ায় একটু বৃষ্টিতে বাজার-সহ আশপাশের জল রাস্তায় পড়ে পরিস্থিতি ঘোরাল হয়। পাকাপাকি ভাবে রাস্তা এখনও মেরামত করা হল না।” রোগীকে এই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া খুবই অসুবিধাজনক বলে জানিয়েছেন তাঁরা। খারাপ রাস্তা দিয়ে যেতে গিয়ে রোগীর মৃত্যু ঘটেছে বলেও জানান তাঁরা।
বারাসত মহকুমা পূর্ত দফতর (সড়ক) সূত্রে জানা গিয়েছে, আপাতত রাস্তার গর্ত মেরামতি শুরু হয়েছে। বর্ষার পরে সারানোর চেষ্টা হবে। |