৫০ শতাংশ আসনে মহিলা প্রার্থী পেতে সমস্যায় পড়তে হল উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসকে।
জেলা প্রশাসন সূত্রের খবর, ৩৫৭০টি গ্রাম পঞ্চায়েত আসনে কংগ্রেস ১৬৩৫টি আসনে মনোনয়ন দিয়েছে। পঞ্চায়েত সমিতির ৫৯১টি আসনের মধ্যে তারা মনোনয়ন দিয়েছে ২৪২টিতে। জেলা পরিষদের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতিটা আলাদা। ৫৭টি আসনের বেশির ভাগেই প্রার্থী দিতে সমস্যায় পড়তে হয়নি কংগ্রেসকে।
জেলা কংগ্রেস সভাপতি দেবী ঘোষাল বলেন, “এই জেলায় পঞ্চায়েতের মোট আসনের মধ্যে ২ হাজারেরও বেশি মহিলা সংরক্ষিত। এই আসনগুলিতে আমরা অনেক কম প্রার্থী দিতে পেরেছি।” মহিলা প্রার্থী দিতে না পারার কারণ হিসাবে জেলা সভাপতি সাংগঠনিক দুর্বলতার কথাই উল্লেখ করেছেন। তিন বছরের বেশি সময় ধরে ব্লক স্তরে মহিলা কংগ্রেসের সংগঠন ছিল না বলেই জানিয়েছেন তিনি। কোনও কোনও ক্ষেত্রে সম্ভাব্য মহিলা প্রার্থীদের তৃণমূল ভয় দেখিয়েছে বলেও অভিযোগ করেছেন দেবীবাবু। জেলা কংগ্রেস সূত্রের খবর, ভাল ভাবমূর্তি আছে, ভোটে জিততে পারার সম্ভাবনা আছে বা মোটামুটি লড়াই করতে পারবেন, এমন মহিলাদেরই টিকিট দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের যুক্তি, মহিলা প্রার্থী খুঁজে না পেয়ে কংগ্রেস এ সব গল্প ফেঁদেছে। জেলায় কোথাও বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়নি বলে দাবি করেছেন জেলা তৃণমূল পর্যবেক্ষক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
দল সূত্রের খবর, মহিলা সংগঠনের দায়িত্ব যাঁর উপরে ছিল, তিনি একটি পুরসভার কাউন্সিলর হয়ে যাওয়ায় সাংগঠনিক দিকে তেমন নজর দিতে পারেননি। জেলা কংগ্রেসের এক নেত্রী ঊষা চৌধুরী অবশ্য জানিয়েছেন, জেলায় দলের মহিলাদের তেমন ভাবে উঠতেই দেননি কংগ্রেস নেতৃত্বের একাংশ। কাজ করতে না দিয়ে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। এই অভিযোগ অবশ্য মানতে চাননি জেলা কংগ্রেস নেতৃত্ব। |