প্র: দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা এখন কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে গেল। কারা জিতবে মনে হয়? দু’টো টিমকেই তো খেলে উঠলেন!
জাডেজা: বলতে পারব না। নিজের টিম ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবি না।
প্র: ওভালে মাথার ওপর কালো মেঘ। ঝোড়ো হাওয়া আর নীচে শুকনো উইকেট। দেখে অবাক হননি?
জাডেজা: না হইনি। দু’বছর আগে এ মাঠে ওয়ান ডে খেলে গিয়েছি। সে বারও তো একই পিচ পেয়েছিলাম।
প্র: আপনার খেলায় গত ছ’মাসের এই অভাবিত উন্নতি নিয়ে কী বলবেন?
জাডেজা: আগে বড় বেশি চিন্তাভাবনা করতাম। আর সেটা বাস্তবে গিয়ে মিলত না। এখন চিন্তাকে ছোট করে আনতে শিখেছি। টিম স্ট্র্যাটেজি খোঁজ নিই। কেমন উইকেট হয়েছে সেটা দেখি। সেই অনুযায়ী নিজের খেলাটা ছকে আনি।
প্র: পাকিস্তান ম্যাচ শনিবার।
জাডেজা: হ্যাঁ, বেশি ভাবার কিছু নেই। নর্ম্যাল খেলা ভাল। বেশি ভাবলেই গণ্ডগোল হয়।
|