‘পাকিস্তানের সঙ্গে কম ভেবেটেবে খেলা উচিত’

প্রশ্ন: ধোনির সঙ্গে আপনার স্পেশ্যাল কেমিস্ট্রিটা কী?
জাডেজা: ওর ক্রিকেট ব্রেনটা খুব ভাল। ধোনি ঠিক বোঝে কাকে দিয়ে কী করতে হবে। ও আমার দক্ষতা কোথায়, দুর্বলতা কোথায়, আপাদমস্তক বোঝে।

প্র: আপনাকে ধোনি স্যর জাডেজা বলেন কেন?
জাডেজা: সেটা তো ও বলতে পারবে। ওকে জিজ্ঞেস করুন।

প্র: আজকের পারফরম্যান্সকে কী ভাবে ব্যাখ্যা করবেন?
জাডেজা: আমার অন্যতম সেরা। এর আগে দু’বার চার উইকেট করে পেয়েছি। পাঁচ উইকেট কখনও নিইনি। সে দিক থেকে মনে রাখার মতো।

প্র: এ রকম সঙ্কট, বিতর্ক আর টেনশন-অধ্যুষিত সময়ে টিমের এত ভাল খেলার রসহ্য কী?
জাডেজা: সবাই ভাল খেলছে। শিখরের মতো ব্যাটসম্যানরা দারুণ ফর্মে। বোলাররা বল করছে। ফিল্ডাররা বল বাঁচাচ্ছে। আমাদের টিমটাও এমন যে লুকোতে হবে এমন একজন ফিল্ডারও নেই।
প্র: দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা এখন কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে গেল। কারা জিতবে মনে হয়? দু’টো টিমকেই তো খেলে উঠলেন!
জাডেজা: বলতে পারব না। নিজের টিম ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবি না।

প্র: ওভালে মাথার ওপর কালো মেঘ। ঝোড়ো হাওয়া আর নীচে শুকনো উইকেট। দেখে অবাক হননি?
জাডেজা: না হইনি। দু’বছর আগে এ মাঠে ওয়ান ডে খেলে গিয়েছি। সে বারও তো একই পিচ পেয়েছিলাম।

প্র: আপনার খেলায় গত ছ’মাসের এই অভাবিত উন্নতি নিয়ে কী বলবেন?
জাডেজা: আগে বড় বেশি চিন্তাভাবনা করতাম। আর সেটা বাস্তবে গিয়ে মিলত না। এখন চিন্তাকে ছোট করে আনতে শিখেছি। টিম স্ট্র্যাটেজি খোঁজ নিই। কেমন উইকেট হয়েছে সেটা দেখি। সেই অনুযায়ী নিজের খেলাটা ছকে আনি।

প্র: পাকিস্তান ম্যাচ শনিবার।
জাডেজা: হ্যাঁ, বেশি ভাবার কিছু নেই। নর্ম্যাল খেলা ভাল। বেশি ভাবলেই গণ্ডগোল হয়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.