ডাকলে চোখ মেলে সাড়া দিচ্ছেন মান্না
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রবীণ সঙ্গীতশিল্পী মান্না দে-র শারীরিক অবস্থা একই রকম। বেঙ্গালুরুর যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন, তার জেনারেল ম্যানেজার (কর্পোরেট রিলেশন্স) কে এস বাসুকি মঙ্গলবার জানান, ভেন্টিলেশনে থাকলেও মান্নাবাবুর অবস্থার অবনতি হয়নি। হাসপাতাল সূত্রের খবর, ডাকলে প্রবীণ শিল্পী এখন চোখ মেলে ক্ষীণ সাড়া দিচ্ছেন। তাঁর দেহে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণ করা গিয়েছে। এ দিন তাঁর ডায়ালিসিস বন্ধ হয়েছে। শিল্পীর ভাইপো সুদেব দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ দিন মান্নাবাবুর শারীরিক অবস্থার কথা জানান। বেঙ্গালুরুবাসী শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এ দিন হাসপাতালে মান্নাবাবুর খোঁজ নিতে যান। শিল্পীর বেশ কিছু গানের সুরকার দেবপ্রসাদ চক্রবর্তী, তাঁর গানের সংগ্রাহক অশোক ভট্টাচার্য, শিল্পীর ভাগ্নে-ভাগ্নি অসিত ও কল্যাণী শীল এখন বেঙ্গালুরুতে। স্ত্রী সুলোচনার স্মরণে একটি অ্যালবাম বেঙ্গালুরুতে রেকর্ড করার কথা ছিল মান্নাবাবুর। প্রস্তুতিও হয়ে গিয়েছিল। শিল্পীর অসুস্থতায় পরিকল্পনা ধাক্কা খেয়েছে।
|
সুরজের পুলিশি হেফাজত
সংবাদসংস্থা • মুম্বই |
জিয়া খানের আত্মহত্যার ঘটনায় ধৃত সুরজ পাঞ্চোলিকে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল এখানকার আদালত। সরকারি আইনজীবীর বক্তব্য ছিল, জিয়া তাঁর চিঠিতে সুরজের বিরুদ্ধে যে যে অভিযোগ এনেছিলেন, সেগুলি খতিয়ে দেখার জন্য সুরজকে জেরার প্রয়োজন। ম্যাজিস্ট্রেট সীমা যাদব সেই আর্জি মঞ্জুর করেছেন। সুরজের আইনজীবী জামির খান যদিও তাঁর মক্কেলের পুলিশি হেফাজতের বিরোধিতা করেন। খানের বক্তব্য ছিল, জিয়ার লেখা চিঠিতে কোথাও সুরজের নামের উল্লেখ নেই। তা ছাড়া, চিঠিতে জিয়ার সইও নেই। খানের আরও দাবি, তাঁর মক্কেল জিয়াকে বিয়ের প্রতিশ্রুতি দেননি। তাই সুরজকে এই মামলায় দোষী সাব্যস্ত করার কোনও অর্থ নেই। কিন্তু বিচারক খানের সেই যুক্তিতে আমল দেননি। মুম্বই পুলিশ জানিয়েছে, আত্মহত্যার দিন প্রেমিক সুরজের সঙ্গে একটি হোটেল ও একটি বাড়িতে গিয়েছিলেন জিয়া। সেখানকার সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে।
|
একটি সিনেমার প্রচারে বিদ্যা বালন ও ইমরান হাশমি। মঙ্গলবার মুম্বইয়ে। ছবি: পিটিআই
|
দক্ষিণ কোরিয়ায় ছবির প্রচারে ব্র্যাড পিট। ছবি: এপি |