মারা গেলেন প্রিয়ঙ্কার বাবা
সংবাদসংস্থা • মুম্বই |
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভোগার পর মারা গেলেন প্রিয়ঙ্কা চোপড়ার বাবা অশোক চোপড়া। তিনি ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক ছিলেন। গত কয়েক দিন আশঙ্কাজনক অবস্থায় মুম্বইয়ের আন্ধেরি এলাকায় এক হাসপাতালে ভর্তি ছিলেন অশোক। শুটিং বন্ধ রেখে শেষ ক’দিন বাবার কাছেই ছিলেন প্রিয়ঙ্কা। বাবার আরোগ্য কামনায় বাড়িতে পুজোও করেন। শেষমেশ সব চেষ্টাই ব্যর্থ হল। সোমবার মারা গেলেন অশোক চোপড়া। কাঁধে অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ না হলেও প্রিয়ঙ্কার বাবার শেষকৃত্যে উপস্থিত ছিলেন শাহরুখ খান। এসেছিলেন রণবীর কপূর, দীপিকা পাড়ুকোন-সহ বলিউডের বেশ কিছু তারকাও।
|
মান্না দে-র শারীরিক অবস্থার সামান্য উন্নতি |
সঙ্কট এখনও কাটেনি। তবে মান্না দে-র শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে সোমবার বেঙ্গালুরুর হাসপাতাল সূত্রে খবর। ৯৪ বছরের এই সঙ্গীতশিল্পী যাঁর তত্ত্বাবধানে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই চিকিৎসক থিমাপ্পা হেগড়ে জানান, বয়সের ভার এবং পরপর সংক্রমণই তাঁদের উদ্বেগে রেখেছে। হাসপাতাল-কর্তৃপক্ষের তরফে জেনারেল ম্যানেজার (কর্পোরেট রিলেশনস) কে এস বাসুকি বলেন, “মান্নাবাবু বেশ কিছু দিন ধরেই অসুস্থ। সম্প্রতি কয়েক বার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত দু’-এক দিনের তুলনায় তাঁর অবস্থা এ দিন কিছুটা ভাল।” দিন পনেরো আগে নিউমোনিয়া ও কিডনির সমস্যায় মান্নাবাবুকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক দিন ধরে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। কলকাতা থেকে শিল্পীর ভাইপো, ভাগ্নে-ভাগ্নি, নাতি বেঙ্গালুরুতে রয়েছেন।
পুরনো খবর: সংক্রমণ আর বাড়েনি, মান্নার অবস্থা স্থিতিশীল
|
নিজেদের অভিনীত ছবির প্রচারের ফাঁকে শাশ্বত চট্টোপাধ্যায় ও
আবির চট্টোপাধ্যায়। সোমবার, শহরের এক হোটেলে। ছবি: রণজিৎ নন্দী |
|