সংক্রমণ আর বাড়েনি, মান্নার অবস্থা স্থিতিশীল |
বিপদ পুরোপুরি কাটেনি। তবে সংক্রমণও আর বাড়েনি। মান্না দে-র শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে রবিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে। বুকে সংক্রমণ হওয়ায় শনিবার এই প্রবীণ সঙ্গীতশিল্পীকে আশঙ্কাজনক অবস্থায় বেঙ্গালুরুর ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রের খবর, সপ্তাহ দুয়েক আগে এক বার গুরুতর অসুস্থ হয়ে পড়েন মান্নাবাবু। বাড়িতেই চিকিৎসা চলছিল। শনিবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসক থিমাপ্পা হেগড়ে বলেন, “শনিবার শিল্পীর শারীরিক অবস্থা যা ছিল, এ দিন প্রায় তেমনটিই আছে। চিকিৎসা চলছে।” মান্নাবাবুর ভাইপো, ভাগ্নে-সহ আত্মীয়স্বজন এ দিন বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন। গত ১ মে ৯৪ বছর পূর্ণ করেছেন শিল্পী। গত বছরের জানুয়ারিতে স্ত্রী সুলোচনা দেবীর প্রয়াণের পরে মানসিক ভাবে একটু ভেঙে পড়েছিলেন তিনি। সমস্যা ছিল মেরুদণ্ডেও। এপ্রিলে রাজ্য সরকারের আমন্ত্রণে সঙ্গীত মেলায় আসতে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বেঙ্গালুরু গিয়ে তাঁকে ‘বিশেষ মহাসঙ্গীত সম্মান’ দেন। দীর্ঘ সঙ্গীতজীবনে বাংলা, হিন্দি-সহ বিভিন্ন ভাষায় সাড়ে তিন হাজারেরও বেশি গান গেয়েছেন মান্নাবাবু। আগে মুম্বইয়ে থাকলেও দেড় দশকের বেশি সময় ধরে তিনি বেঙ্গালুরুতেই বসবাস করছেন। পেয়েছেন ‘দাদাসাহেব ফালকে’-সহ অজস্র পুরস্কার। পেয়েছেন রাজ্য সরকারের ‘বঙ্গবিভূষণ’ও। |
|
তাঁর অভিনীত একটি ছবি মুক্তি পাবে আগামী সপ্তাহে। তার আগে ছবির
সাফল্য
কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে গেলেন দেব।
রবিবার। ছবি: দেশকল্যাণ চৌধুরী।
|
স্মরণ |
|
|
|
জিয়া খানের স্মরণসভায় আমির খান, দীপিকা পাড়ুকোন। শনিবার রাতে মুম্বইয়ের
একটি মেডিক্যাল ক্লাবে প্রার্থনা করার সময় চোখে জল দেখা গেল আমিরের।
অনুষ্ঠানে ছিলেন প্রতীক বব্বর, নাগমা, রণধীর কপূর ও আরও অনেকে।
ছবি: পিটিআই, এএফপি।
|
|
তমলুক টাউনহলে ছোটদের নাটক ‘মিষ্টিপুরে লঙ্কাকাণ্ড’। ছবি: পার্থপ্রতিম দাস। |
|