হাসপাতালে ভর্তি মান্না দে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রবীণ শিল্পী মান্না দে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দু’সপ্তাহ আগে তাঁকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ওই হাসপাতালের চিকিৎসক থিমাপ্পা হেগড়ে বলেন, “মান্নাবাবুর অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। নিউমোনিয়া ও কিডনির সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন। তাঁর ডায়ালিসিস চলছে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।” ৯৪ বছর বয়সী শিল্পীর ছোট মেয়ে বেঙ্গালুরুতে তাঁর কাছে রয়েছেন। আজ, রবিবার কলকাতা থেকেও কয়েকজন আত্মীয় তাঁকে বেঙ্গালুরুতে দেখতে যাচ্ছেন।
|
জিয়ার শেষ চিঠি
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
আত্মহত্যা করার আগে প্রেমিক সুরজ পঞ্চোলির উদ্দেশে একটি ছ’পাতার চিঠি লিখেছিলেন জিয়া খান। শনিবার সেই চিঠি জিয়ার জুহুর বাড়ি থেকে খুঁজে পেয়েছেন তাঁর বাড়ির লোক। তদন্তের স্বার্থে চিঠিটির একটি প্রতিলিপি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা। একটি সূত্রের খবর, চিঠিতে জিয়া সুরজের উদ্দেশে লিখেছেন, “সম্পর্কটাকে আমি যথেষ্ট গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু তুমি দাওনি। হয়তো যখন তুমি এই চিঠি হাতে পাবে তখন আমি আর থাকব না।” পুলিশ জানিয়েছে, চিঠিটি হাতে পেলে বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হবে। তদন্ত শেষ না হলে কিছু বলা সম্ভব নয়।
|
স্টুডিওয় আগুন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির বিধান রোডের একটি স্টুডিওয় আগুন লেগে আতঙ্ক ছড়াল শিলিগুড়িতে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিধান রোডের গৌরীশঙ্কর মার্কেটের ওই ফটো স্টুডিওতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে মনে করছে দমকলের আধিকারিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উত্স খঁুজতেই তাদের বেশ কিছুক্ষণ লেগে যায়। ততক্ষণে আগুন ছড়াতে শুরু করেছে।
|