ঠিক কী কারণে বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা করেছেন, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। তবে পুলিশেরই একটি সূত্র জানাচ্ছে, আট মাস আগেও এক বার মদ্যপ অবস্থায় হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জিয়া। তাঁর ঘর থেকে মিলেছিল বেশ কিছু আয়ুর্বেদিক ঘুমের ওষুধও। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় বেঁচে যান তিনি। পুলিশের ধারণা, তখন থেকেই অবসাদে ভুগছিলেন জিয়া।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টা ৫৩ থেকে ১১টা ২২ পর্যন্ত প্রেমিক সুরজ পাঞ্চোলির সঙ্গে কথা বলেন জিয়া। তার কিছু পরে গলায় ফাঁস দেন। ফলে জিয়ার আত্মহত্যার পিছনে সুরজের ভূমিকা কতটা, শেষের দিকে জিয়া কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, জানতে তৎপর পুলিশ। জিয়ার মা রাবিয়া আমিন সুরজ-জিয়ার সম্পর্কের কথা মানলেও সুরজের বিরুদ্ধে অভিযোগ জানাননি। পুলিশ জিয়ার ল্যাপটপ, ফোন বাজেয়াপ্ত করেছে। |
সমাধিক্ষেত্রে নিয়ে যাওয়া হচ্ছে জিয়া খানের দেহ। বুধবার। ছবি: এএফপি। |
ময়না-তদন্তের পরে চিকিৎসকেরা জানান, শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে জিয়ার। পুরো রিপোর্ট পেলে জানা যাবে, জিয়া মদ্যপ ছিলেন কি না, বা মাদক নিয়েছিলেন কি না। আজ দুপুরে জুহুতে শেষকৃত্য হয় জিয়ার। কাল রাতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন আমির খান।
এ দিকে, জিয়ার মৃত্যুতে অবসাদগ্রস্ত হয়ে রাজস্থানের শ্রীগঙ্গানগরে আত্মহত্যা করেছে ১২ বছরের বালক। পঞ্চম শ্রেণির ছাত্র বাবু কাল বাড়ির সিলিংয়ের হুক থেকে ঝুলে আত্মহত্যা করে।
|
প্রয়াত সঙ্গীতশিল্পী
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গুয়াহাটির ‘আকাশবাণী’ কেন্দ্রের প্রথম গায়িকা রানি পালের (৮১) জীবনাবসান হয়েছে। চল্লিশ এবং পঞ্চাশের দশকে অবিভক্ত অসমের জনপ্রিয় গায়িকা ছিলেন রানি। তাঁর কণ্ঠে ‘জোনবাইওর দেশতে সাজিম গাঁও এখনি’, ‘এখনি তোরারে জোলাই চাকি’, ‘কারেঙর পদুলির বকুল ডালত পরি’র মতো গানগুলির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। শিলং-এ জন্মগ্রহণ করলেও, রানিদেবীর ছোটবেলা কেটেছিল কলকাতায়। মে মাস থেকে শিলং-এর লাবানে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। |