এক ছিনতাইকারীকে ধরে মারধর করার পরে পুলিশের হাতে দিলেন গ্রামবাসীরা। ধৃতের নাম সুরজ বাউড়ি। এই কাজে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে সিউড়ি থানা এলাকার গরুঝোড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি হাটজনবাজার ও গরুঝোড়া গ্রামের মাঝামাঝি একটি সেচখাল রয়েছে। সোমবার রাত ১০টা নাগাদ খাল পেরিয়ে গরুঝোড়া গ্রামের রাস্তার ধারে ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল চার দুষ্কৃতী। ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করার সময় চার গ্রামবাসীর কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ছিনতাই করে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে সেচখালের ধারে ফেলে রেখেছিল তারা।
বাবার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে দুষ্কৃতীদের হাতে আটক সরকারি বাসের চালক আব্দুল জব্বরের ছেলে নাসিবুল খান ওই রাস্তা দিয়ে বাবার খোঁজে যান। ফিরে আসার সময় নাসিবুল ছিনতাইকারীদের কবলে পড়ে যান। কোনওক্রমে নিজেকে ছাড়িয়ে নিয়ে গ্রামের দিকে ছুটতে থাকেন ওই যুবক। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে তাদের দু-একটি মোবাইল ও ড্রাইভিং লাইসেন্স ওখানেই একটি ঝোপের মধ্যে খুঁজে পান গ্রামবাসীরা এবং সেগুলি নিতে ফের দুষ্কৃতীরা আসবে আন্দাজ করে ছোটছোট দলে ভাগ হয়ে ওঁতপেতে অপেক্ষা করতে থাকেন ওই গ্রামের বেশ কিছু যুবক। তাতেই কাজ হয়। ভোরে নিজেদের জিনিস নিতে এসে সুরজ ধরা পড়ে। বাকি এক জন সেচখাল পেরিয়ে পালিয়ে যাওয়ার সময়ে হাটজনবাজারে ধরা পড়ে যায়। |