বাড়ল নিরাপত্তা
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
এলাকায় সচরাচর তাঁকে এ ভাবে দেখতে অভ্যস্থ নন কেউই। অথচ সোমবার রামপুরহাট ১ ব্লক অফিস চত্বর থেকে পুলিশের গাড়িতে মহকুমা প্রশাসনিক কার্যালয় ঘুরে দেখলেন তিনি। সঙ্গে রাইফেলধারী পুলিশ। তিনি আর কেউ নন, রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। আশিসবাবুকে যাঁরা চেনেন তাঁরা কখনও সাইকেলে বা অন্যের মোটরবাইকের পিছনে বসে ঘুরে বেড়াতে দেখেছেন। আশিসবাবুর বাড়ি থেকে রামপুরহাট মহকুমা প্রশাসনিক ভবনে পায়ে হেঁটে ৫ মিনিটে পৌঁছনো যায়। শনিবার থেকে তাঁর নিরাপত্তা বেড়ে গিয়েছে। তাঁর কথায়, “প্রশাসনিক বাধ্যবাধকতায় এখন পুলিশের গাড়ি নিতে হচ্ছে।”
|
পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
পাঁচদিন আগে বাজ পড়ে এলাকার ট্রান্সফর্মার পুড়ে গিয়েছে। কিন্তু এখনও সেই ট্রান্সফর্মার বদল করা হয়নি। প্রতিবাদে সোমবার বিকেলে মাড়গ্রামের প্রতাপপুর মোড়ে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রবিবারও বুধিগ্রামে একই ভাবে ট্রান্সফর্মার পুড়ে যায়। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট মহকুমার আধিকারিক নারায়ণচন্দ্র রায় বলেন, “প্রতাপপুরে ট্রান্সফর্মার বদল করা হয়েছে। আজ, বুধবার বিধিগ্রামে নতুন ট্রান্সফর্মার দেওয়া হবে।” |