এক মাস নেই বিদ্যুৎ, বিক্ষোভ জেকে নগরে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ট্রান্সফর্মার বিকল হওয়ায় প্রায় এক মাস বিদ্যুৎহীন রানিগঞ্জের চলবলপুর, বাঘকুঠি, তেঁতুলপাড়া ও গোয়ালডাঙা এলাকা। প্রতিকারের দাবিতে ঘণ্টাখানেক জেকে নগর কোলিয়ারির এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগ করেন, এক মাস আগে ট্রান্সফর্মারটি বিকল হয়। ইসিএল সেটি সারিয়ে প্রতিস্থাপন করে। এর পরে কর্তৃপক্ষ জানান, ৫০ লিটার ‘ট্রান্সফর্মার অয়েল’ উপভোক্তাদের দিতে হবে। সেই পরিমাণ তেল কিনে তাঁরা ঠিকাদারকে দিতে গেলে ঠিকাদার ১৫০ লিটার দাবি করেন। তা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে বাসিন্দারা জানান। কোলিয়ারির এজেন্ট এস কুমার জানান, তাঁরা ওই তেলের ব্যবস্থা করে চব্বিশ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার ব্যবস্থা করবেন। এই আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা ফিরে যান।
|
পুলিশ হেফাজতে মনোজ নাগেল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সারদা গোষ্ঠীর অন্যতম ডিরেক্টর মনোজ নাগেলকে মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হয়। তাঁকে তিন দিনের জন্য পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতরের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। আসানসোল উত্তর থানায় গত ২৮ এপ্রিল একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন শ্রীপুর এলাকার সুরজকুমার সাউ। পুলিশ আগেই সারদার ধাদকা রোড এলাকার অফিসে এক ম্যানেজারকে ধরেছিল।
|
বধূ নির্যাতনে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে আসানসোল দক্ষিণ থানার পুলিশ রাজদীপ মেকর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চেলিডাঙা এলাকা থেকে। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার স্ত্রী আলিসা শাহ। তিনি জানান, ২০১২-এর ১৭ জানুয়ারি তাঁর সঙ্গে রাজদীপের বিয়ে হয়। মাসখানেক আগে তাঁকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তারই ভিত্তিতে রাজদীপকে ধরা হয়।
|
খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
খুনের অভিযোগে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ভুনেশ্বর ভুঁইয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। এসিজেএম বিচারক ধৃতকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বরাচকের বাঙালধাওড়া এলাকার বাসিন্দা তমার মুর্মু। তাঁর অভিযোগ, টাকার জন্য তাঁর ভাই হফনা মুর্মুকে ওই অভিযুক্ত ২০১২ সালের ২০ অক্টোবর খুন করে। |