টুকরো খবর |
দেহ মিলল দুধ বিক্রেতার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তমলুক শহরে দুধ বিক্রি করতে এসে নিখোঁজ হওয়া মহিলার মৃতদেহ উদ্ধার হল মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া গ্রামে রূপনারায়ণের ধারে। শনিবার সকালে তমলুক থানার মথুরী গ্রামের বাসিন্দা ফুলমনি বেরা (৫৫) দুধ বিক্রির জন্য তমলুক শহরে এসেছিলেন। দুপুর পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন। সন্ধ্যায় তমলুক থানায় নিখোঁজ ডায়েরি হয়। এ দিকে, শনিবারই বিকেলে মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া গ্রামে রূপনারায়ণের ধারে এক মহিলার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীরা পুলিশে জানান। মহিষাদল থানার পুলিশ এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে। রাতে পুলিশের কাছ থেকে খবর পেয়ে তমলুকের মথুরী গ্রাম থেকে বাড়ির লোকজন যান এবং ফুলমনিদেবীর দেহ শনাক্ত করেন। কিন্তু তমলুক শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দেহটি গেল কী ভাবে, মৃত্যুর কারণ-ই বা কী তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দেহটি রূপনারায়ণের জলে ভেসে গিয়ে মহিষাদলে পৌঁছেছিল। তবে ফুলমনিদেবী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন না তাঁকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছিলতা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়না-তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তমলুক শহর থেকে উত্তরে ৫ কিলমিটার দূরে মথুরী গ্রামের বাসিন্দা ফুলমনিদেবীর বাড়িতে বৃদ্ধ স্বামী নিরঞ্জন বেরা ছাড়াও ছেলে আনন্দ বেরা আছেন। নিরঞ্জনবাবু বলেন, “আমাদের সন্দেহ ফুলমনিকে খুন করা হয়েছে।”
|
বৃদ্ধা খুনে ধৃতদের পুলিশি হেফাজত
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম শহরে বৃদ্ধাকে পুড়িয়ে মারার ঘটনায় ধৃত চার অভিযুক্তকে দশ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম এসিজেএম আদালত। শনিবার বিকেলে ঝাড়গ্রামের বালিভাসা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধাবা থেকে রাহুল মুখোপাধ্যায়, বাপি দাস, তাপস দাস ওরফে ভকো ও পরেশ ঘোষ নামে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতদের ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক সুপর্ণা রায় চার জনকেই দশ দিনের পুলিশ হেফাজতে পাঠান। গত ২৮ মে ঝাড়গ্রাম শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বেনাগেড়িয়া এলাকায় সাবিত্রী সরকার নামে এক বৃদ্ধার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ৮০ শতাংশ দগ্ধ সাবিত্রীদেবীকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। চাহিদা মতো জমির ভাগ না দেওয়ায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত গৌরাঙ্গ প্রধানের অনুগামীরা সাবিত্রীদেবীকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বলে অভিযোগ। ওই রাতেই গৌরাঙ্গ-সহ সাত তৃণমূল কর্মীর বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন সাবিত্রীদেবীর ছোটছেলে সঞ্জয় সরকার। গত ৩০ মে গ্রেফতার হন গৌরাঙ্গ প্রধান। আদালত তাঁকে দশ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায়। আজ, সোমবার গৌরাঙ্গকে ফের আদালতে হাজির করা হবে।
পুরনো খবর: জমি না পেয়ে বৃদ্ধাকে পুড়িয়ে মারার চেষ্টা
|
তৃণমূল নেতার বাড়িতে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
এক তৃণমূল নেতার বাড়িতে ডাকাতি করে পালাল দুষ্কৃতীদল। শনিবার রাতে ঘাটাল থানার জয়কৃষ্ণপুরে ঘটনাটি ঘটে। আট-দশ জনের সশস্ত্র দলটি স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি নিতাই ভুঁইয়ার বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং অস্ত্র দেখিয়ে কয়েক ভরি সোনার গয়না, নগদ কয়েক হাজার টাকা এবং আসবাব পত্র নিয়ে চম্পট দেয়। বাড়িতে তখন পুরুষ সদস্যরা কেউ ছিলেন না। মহিলা সদস্যদের দুষ্কৃতীরা মারধরও করে বলে অভিযোগ। রাতেই পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি জানজানি হতে রাতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।
|
জনসংযোগে পুলিশ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
জনসংযোগ বাড়াতে ছাত্রছাত্রীদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল মহিষাদল থানার পুলিশ। শনিবার মহিষাদলের প্রজ্ঞানানন্দ স্মৃতি ভবনে এলাকার ১৬০ জন স্কুল পড়ুয়া এই প্রতিযোগিতায় যোগ দেয়। তিনটি বিভাগে সফল ৯ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল ‘শিল্পকৃতি’। অন্য দিকে, রবিবার দুর্গাচকের কলোনি বাজারে রক্তদান শিবিরের আয়োজন করে দুর্গাচক থানা। ১৩৩ জন রক্ত দেন।
|
বিদ্যুৎ দফতরে ঘেরাও |
টানা পনেরো দিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল গ্রামবাসীরা ঘেরাও করল বিদ্যুৎ বণ্টন দফতরের কার্যালয়। শনিবার সকাল থেকে হলদিয়ার সুতাহাটা ব্লকের চৈতন্যপুরের বিদ্যুৎ দফতরের সাব-স্টেশন ঘেরাও করেন এড়িয়াখালি গ্রামের বাসিন্দারা। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ঘেরাও চলে। পরে ট্রান্সফর্মার বসানোর আশ্বাসে ঘেরাও উঠে যায়।
|
ছিনতাই, ধৃত |
শনিবার ঘাটাল শহরের কৃষ্ণনগরেরেলের সংরক্ষিত কাউন্টারে টিকিট কাটতে আসা সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে টিকিট কালোবাজারিতে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। |
|