ইতিহাসের অধ্যাপক বেঞ্জামিন জাকারিয়াকে ফিরিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিলেন প্রেসিডেন্সির এক দল পড়ুয়া। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছেন, ওই বিতর্কিত অধ্যাপককে ফেরানোর কোনও প্রশ্নই নেই।
গত বুধবার ওই অধ্যাপককে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ জানান, প্রেসিডেন্সি আর বেঞ্জামিনের একসঙ্গে পথ চলা সম্ভব নয়। অধ্যাপক হিসেবে তাঁর কাজও সন্তোষজনক নয়। তাই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। যদিও বেঞ্জামিনের দাবি, ওই চিঠি পাওয়ার আগেই তিনি ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা নিয়ে অনিয়মের অভিযোগও করেছেন। ওই অধ্যাপকের বিরুদ্ধে ইতিহাসের প্রবীণ অধ্যাপক রজতকান্ত রায়কে অপমান করার অভিযোগ জানিয়েছিলেন তাঁর বিভাগেরই অন্য শিক্ষকেরা।
অভিযোগ অস্বীকার করে বেঞ্জামিনের দাবি, বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম শোধরানোর চেষ্টা করেছিলেন তিনি। সফল হতে না-পেরেই ইস্তফা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার থেকে আর বিশ্ববিদ্যালয়ে আসছেন না ওই অধ্যাপক। তবে তাঁকে ফেরানোর দাবিতে সরব হয়েছে কিছু পড়ুয়া। তাঁদের বক্তব্য, উনি ভাল শিক্ষক। ছাত্রছাত্রীদের খুবই প্রিয়। ওঁকে যেন ফিরিয়ে আনা হয়। উপাচার্য মালবিকা সরকার বলেন, “কয়েক জন পড়ুয়া স্মারকলিপি দিয়েছে ঠিকই। কিন্তু বেঞ্জামিনকে যে ফেরানো সম্ভব নয়, ছাত্রছাত্রীদের তা জানানো হয়েছে।” |