মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বৃহস্পতিবার জোর করে মহাকরণে ঢুকতে গিয়ে সংখ্যালঘু অনগ্রসর শ্রেণিভুক্ত (ওবিসি) ২০ জন যুবক গ্রেফতার হন। পরে তাঁরা জামিন পান। ওই যুবকদের অভিযোগ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর কনস্টেবল-পদে তাঁদের নিয়োগপত্র বাতিল করা হয়েছে। রাজ্যের ওবিসি শংসাপত্র কেন্দ্রীয় তালিকাভুক্ত নয় বলে স্টাফ সিলেকশন কমিশন তা মানতে চায়নি। সর্বভারতীয় সংখ্যালঘু যুব ফোরাম এই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। ফোরামের সাধারণ সম্পাদক মহম্মদ কামরুজ্জামান বলেন, “মহকুমাশাসকের কাছ থেকে শংসাপত্র এলেও ওই যুবকদের চাকরির সমস্যা মিটে যেত। অন্তত ৫০০ জনের চাকরি হত। কিন্তু রাজ্যের তরফে কেউ কথাই শুনছেন না।” অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের কর্তার বক্তব্য, এ বিষয়ে রাজ্যের কিছু করার নেই। ওবিসি বিষয়ক জাতীয় কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তারাই বিষয়টি দেখবে।
|
প্রায় দু’বছর শূন্য থাকার পরে বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার নতুন ডিনেরা দায়িত্ব নিয়েছেন। ডিন বাছাইয়ের সার্চ কমিটির গঠন, কমিটির সুপারিশ ইত্যাদি নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। বিতর্ক মিটিয়ে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতেই বিভিন্ন শাখায় ডিন বেছে নেওয়া হয়েছে বলে রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর। রসায়নের শিক্ষক সুব্রত মুখোপাধ্যায় বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক শিবাজি বন্দ্যোপাধ্যায় ইঞ্জিনিয়ারিং, অর্থনীতির শিক্ষক রজত আচার্য কলা এবং স্কুল অফ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক আশিস মজুমদার ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ল অ্যান্ড ম্যানেজমেন্ট শাখার ডিনের দায়িত্ব পেয়েছেন। বাম আমলে বিভিন্ন শাখায় ডিন নির্বাচিত হতেন। তৃণমূল ক্ষমতায় আসার পরে বিশ্ববিদ্যালয়গুলির আইন বদলে ঠিক হয়, ডিন মনোনীত হবেন সার্চ কমিটি মারফত।
|
দক্ষিণ বন্দর থানা এলাকার গোড়াগাছা রোডে লরির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার কোল বার্থ রোড ও হাইড রোডের মোড়ে লরিটি অর্চনা খাটুয়া নামে ওই মহিলাকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চালক পলাতক। |