পাশাপাশি শব্দছক ৫১৪৭ উপর নীচে
মেঘ বা পর্বত, বাহন জুড়লে ইন্দ্র।
শরত্‌চন্দ্রের বৈষ্ণবী নায়িকা।
পোড়ানো মাটি, এর শিল্পকর্ম অনেক
মন্দির গাত্রে দেখা যায়।
১০ ধিক উক্তিতে নিন্দিত।
১১ নতুন করে তৈরি করা।
১২ খোলার মধ্যে দেহ লুকিয়ে
রাখে এমন উভচর প্রাণী।
১৩ কচ্ছপের আকার।
১৪ ঋণ করা।
১৬ অতিশয় মহিমাপূর্ণ।
১৮ নষ্ট করে এমন।
২০ অতিশয় আদর।
২১ ‘ও সেই—চপলচরণ
সোনার হরিণ চাই’।
২৩ শ্রীকৃষ্ণের দাদা।
২৫ মৃত পুরুষদের প্রীতি ও তৃপ্তির জন্য
জীবিত বংশধরের তিল-সহ জলদান।
২৭ ঠাকুর বলেছেন‘—থেকো’।
২৯ অন্যের গৃহ।
৩১ এক সগন্ধ কাঠ।
৩২ একজনও প্রাণী বা মানব।
৩৪ লক্ষ্মীদেবী বিদ্যুত্‌-ও বটে।
৩৫ যে পাথর ঠোকাঠুকি
করলে আগুন জ্বলে।
৩৬ চন্দ্র থেকে উত্‌পন্ন পৌরাণিক রাজবংশ।
৩৭ হামাগুড়ি, বুকে হেঁটে চলা।
বিস্ময়ে কথা সরে না।
‘ওগো—, কী মায়া জান,
/মিলনছলে বিরহ আন’।
একশোর বেশি।
পায়রার অব্যক্ত মধুর ডাক।
সমাপনকারিণী,
ব্যাকরণে,—ক্রিয়া।
সারাজীবনব্যাপী।
এ যার নেই সে বেহায়া।
১৫ এই নায়িকা মহানায়িকার নাতনি।
১৬ ধীর গতি।
১৭ ‘হে মহাজীবন, হে—’।
১৯ হেতু, নিমিত্ত।
২০ গ্রীষ্মের এক সবজি।
২২ অচলিত এ ওজনের পরিমাপ,
এর একের সমান
একশো বারো পাউন্ড।
২৪ ‘সঘন-বর্ষণ-শব্দ-মুখরিত
—ত্রস্ত শর্বরী’।
২৬ সূর্যদেব।
২৮ নববধূকে সাদরে
গ্রহণের অনুষ্ঠান।
৩০ এ যার মধ্যে নেই
সে তো বেরসিক।
৩১ যাতায়াত।
৩২ পুকুর।
৩৩ বাতাস।
সমাধান ৫১৪৬
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.