একটি লজের শৌচাগার থেকে এক যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে লিন্ডসে স্ট্রিটে।
মৃত যুবকের নাম দীপক সিংহানিয়া (২৮)। তাঁর বাড়ি ধানবাদে। সঙ্কীর্ণ শৌচাগারের যে জায়গায় ওই যুবকের দেহ পড়েছিল, তার পাশ থেকে রক্তমাখা একটি রিভলভারও মিলেছে। যুবকের মাথায় গুলির ক্ষত ছিল বলে পুলিশ জানায়। ওই যুবককে খুন করা হয়েছে, না তিনি আত্মহত্যা করেছেন, রাত পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, দীপক তাঁর ঘনিষ্ঠ বন্ধু বিকাশ অগ্রবালকে নিয়ে বুধবার বিকেলে ওই লজের ২১৪ নম্বর ঘর ভাড়া নেন। বিকাশের বাড়িও ধানবাদে। লজের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, এ দিন দুপুরে বিকাশ বাইরে বেরিয়েছিলেন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁকে লজে ঢুকতে দেখা যায়।
হোটেলের এক কর্মী পুলিশকে জানান, তখন দীপকের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তা দেখে ওই কর্মীকে বিকাশ ডাকেন। ঘরের স্লাইডিং জানলা ঠেলে ভিতরে ঢোকেন বিকাশ। দরজা খুলে ওই কর্মীকেও তিনি ঘরে ঢুকিয়ে নেন। শৌচাগারের কাছে গিয়ে ওই কর্মী এবং বিকাশ দেখেন, তার দরজা প্রায় বন্ধ। দরজা ঠেলে তাঁরা দেখেন, দীপক গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ওই কর্মী লজ কর্তৃপক্ষের কাছে ঘটনাটি জানাতে যান। ফিরে দেখেন, বিকাশ চলে গিয়েছেন। পুলিশ বিকাশের খোঁজ শুরু করেছে।
লজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় পুলিশ অনুমান করছে, দীপক আত্মঘাতী হয়েছেন। তবে লালবাজারের গোয়েন্দা বিভাগের এক কর্তা জানিয়েছেন, খুন ধরেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে দীপক এবং বিকাশ কলকাতায় এসেছিলেন, তা জানার চেষ্টা হচ্ছে। দীপকের কাছে কী করে রিভলভার থাকল, তার লাইসেন্স রয়েছে কি না, জানার জন্য বিকাশকে খুঁজছে পুলিশ। |