নো-পার্কিং এলাকায় গাড়ি রাখতে দেওয়ার দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গাড়ির যন্ত্রাংশ বিক্রির ব্যবসায়ীরা। পরে অবশ্য পুলিশ এসে অবরোধ তুলে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মল্লিকবাজারে।
পুলিশ সূত্রের খবর, মল্লিকবাজারে ছোট-বড় মিলিয়ে গাড়ির যন্ত্রাংশ বিক্রির প্রায় হাজার পাঁচেক দোকান রয়েছে। সেই দোকানের সামনে এজেসি বসু রোডে এখন কোনও গাড়ি পার্কিং করতে দেওয়া হয় না। এমনকী দোকানগুলির উল্টো দিকের রাস্তাতেও পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা ছাড়া কোনও গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদে এ দিন মিনিট পনেরো রাস্তা অবরোধ করেন মল্লিকবাজারের ব্যবসায়ীরা। পরে অবশ্য পার্ক স্ট্রিট থানা ও পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়।
মল্লিকবাজার মোটর পার্টস ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক হরিপ্রকাশ গুপ্ত বলেন, “এত বড় মার্কেটে এসে ক্রেতারা কোথায় গাড়ি রাখবেন, তার কোনও নির্দিষ্ট জায়গা নেই। তার উপরে পুলিশ ইচ্ছাকৃত হয়রানি করছে।” মালপত্র কিনে নিয়ে ক্রেতারা রাস্তায় ট্যাক্সি ধরার জন্য দাঁড়ালেও পুলিশ এসে সমস্যা করছে। আবার মার্কেটের উল্টো দিকের রাস্তায় যেটুকু অংশে পার্কিংয়ের সুবিধা রয়েছে, সেখানে বাতিল গাড়ি দাঁড়িয়ে থাকে। ফলে কেউ দুই লেনে গাড়ি দাঁড় করালেই পুলিশ কেস দিচ্ছে বলেও অভিযোগ করেন মল্লিকবাজার টায়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক আলি আসগর। কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) দিলীপ আদক বলেন, “কলকাতা পুরসভা যে সব জায়গায় পার্কিং বলে চিহ্নিত করে দিয়েছেন, তার বাইরে কোথাও গাড়ি রাখতে কিংবা দাঁড়াতে দেওয়া হচ্ছে না।” কলকাতা পুরসভার মেয়র পারিষদ (পার্কিং) রাজীব দেব বলেন, “পুরসভা থেকে ওখানে গাড়ি রাখার কোনও অনুমতি দেওয়া হয়নি। তাই পুলিশ যা করছে, ঠিকই করছে। ক্রেতারা কোথায় গাড়ি রাখবেন, তা তাঁদের ব্যাপার।” মোটর পার্টস ব্যবসায়ীদের এ দিন পার্ক স্ট্রিট থানায় বৈঠকে ডাকা হয়েছিল। তবে তাতে কোনও সমাধান মেলেনি। |