মাওবাদী সন্দেহে ধৃত দেবলীনা চক্রবর্তী আদালতে গরহাজির থাকায় তাঁর বিরুদ্ধে মামলায় চার্জ গঠনের দিন পিছিয়ে গেল। জামিনে মুক্ত দেবলীনার বৃহস্পতিবার আলিপুর আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি হাজির হননি। এ দিন বেলা আড়াইটে পর্যন্ত দেবলীনার জন্য অপেক্ষা করার পরে শুনানির তারিখ পিছিয়ে দেন আলিপুরের অষ্টাদশ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পুলককুমার কুণ্ডু। ১৩ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করেন তিনি। সে-দিন দেবলীনাকে হাজির করানোর জন্য তাঁর জামিনদারকে নির্দেশ দেন বিচারক।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলায় দেবলীনাকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিআইডি। ওই মামলায় তাঁর সঙ্গে মধুসূদন মণ্ডল, শচীন ঘোষাল-সহ পাঁচ জন মাওবাদীও অভিযুক্ত রয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগ ছাড়াও তাঁদের বিরুদ্ধে ২০১০ সালে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) আনা অভিযোগের মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি। ২০১২ সালে ধৃত মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী দেবলীনাকে ২০১০ সালের ওই মামলাতেও অভিযুক্ত করা হয়েছে।
এ দিন চার্জ গঠনের কথা থাকলেও দেবলীনা না-আসায় শুনানি হয়নি। গরহাজির থাকায় তাঁর বিরুদ্ধে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিতে চেয়েছিলেন। সরকারি আইনজীবী নবকুমার ঘোষ বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার আর্জি জানান। নবকুমারবাবুর আবেদনের পরিপ্রেক্ষিতেই এ দিন চার্জ গঠন করা হয়নি। আগামী ১৩ জুন চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য করেছে আদালত। |