রাস্তায় গাছ পড়ে আটকে রয়েছে যান চলাচল? অফিস যাওয়া বা বাড়ি ফেরার পথে আটকে পড়েছেন আপনিও? দেরি না করে খবর দিন পুরসভার কন্ট্রোল রুমে। নিমেষেই বিদ্যুৎচালিত করাত নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাবে পুরসভার বিপর্যয় মোকাবিলার দল।
কত তাড়াতাড়ি কাজ করতে পারবে ওই দলের কর্মীরা, বৃহস্পতিবার হাতেকলমে তার পরীক্ষা হল পুরসভায়। হাজির ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (পার্ক ও উদ্যান) দেবাশিস কুমার। তিনি জানান, এ বার থেকে বিপর্যয় মোকাবিলায় পাঁচটি দল শহরে সব সময়ে প্রস্তুত থাকবে। কোথাও গাছ পড়ার ঘটনা ঘটলেই ওই দল ছুটে যাবে সেখানে।
সম্প্রতি কালবৈশাখীর তাণ্ডবে শহরের বেশ কয়েকটি রাস্তায় গাছ পড়ে বিপর্যস্ত হয় যান চলাচল। মহাকরণ থেকে বাড়ি ফেরার পথে আটকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়ও। মুখ্যমন্ত্রী মমতা বন্দো্যপাধ্যায় তখনই বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন। তার পরেই তৎপর হয় পুর-প্রশাসন।
দেবাশিস কুমার বলেন, “ঝড়-বৃষ্টির তোড়ে শহরের রাস্তায় গাছ পড়ার ঘটনা প্রায়ই ঘটে। সেই গাছ হাত-করাত দিয়ে কাটতে অনেক সময় লাগত। এর কারণে দীর্ঘক্ষণ রাস্তা আটকে ভোগান্তি বাড়ে মানুষের।” তিনি জানান, বিদ্যুৎচালিত করাতে এক মিনিটেই বড় বড় গাছ কাটা সম্ভব হচ্ছে।”
পুরসভা সূত্রের খবর, এক একটি দলে পাঁচ জন করে কর্মী থাকবেন। তাঁদের গাড়িতে একটি পোর্টেবল জেনারেটর, বিদ্যুৎচালিত করাত এবং আলোর ব্যবস্থা রাখা হয়েছে। পুরসভার উদ্যান বিভাগের এক অফিসার জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বিদ্যুৎ-সংযোগ না থাকায় গাছ কেটে রাস্তা সাফ করার কাজে দেরি হচ্ছে। সে সব ভেবেই দলটির সঙ্গে আলোর সরঞ্জাম রাখা হচ্ছে। কন্ট্রোল রুমের তিনটি ফোন নম্বর রয়েছে: ২২৮৬-১২১২, ২২৮৬-১৩১৩ এবং ২২৮৬-১৪১৪।
দেবাশিসবাবু জানিয়েছেন, দিন কয়েক আগে এক সন্ধ্যায় কালবৈশাখীর তাণ্ডবে বড় গাছ পড়ে আটকে যায় ক্যাথিড্রাল রোড। প্রায় ৬ ঘণ্টা সময় লেগেছিল রাস্তা সাফ করতে। নতুন ব্যবস্থায় তা কয়েক মিনিটেই করা যাবে বলে মেয়র পারিষদের দাবি। আপাতত শহরের ব্যস্ততম এলাকার জন্য প্রস্তুত থাকবে ওই টিম। পরে শহরের সর্বত্রই ডাক পেলে ছুটবেন ওই দলের কর্মীরা। |