মোবাইলে ডেকে নিয়ে গিয়ে এক বধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার শ্রীরামপুরে ঘটনাটি ঘটেছে। তাঁর বাড়ির পাশে ধান খেতের নালার মধ্যে থেকে দেহটি উদ্ধার হয়েছে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “গলায় ফাঁস দিয়ে মহিলার শ্বাসরোধ করা হয়েছে। তার আগে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।” জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “ফোনের সূত্র ধরে দুষ্কৃতীকে চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে।” মৃতার ভাসুর নিখিল বিশ্বাস এ দিন থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, রাত ১০টার পর ওই বধূর মোবাইলে দু’বার ফোন আসার পরে তিনি বেরোন। পরে তাঁর দেহ মেলে।
|
ছাত্র পড়িয়ে নিজের পড়ার খরচ জোগাড় করেও উচ্চ মাধ্যমিকে ৪২৬ পেলেন দিনহাটার স্টেশনপাড়ার শিল্পী বিশ্বাস। বাংলায় ৭৫ ইংরেজিতে ৮২ রসায়নে ৮৩ অঙ্কে ৯২ ও জীববিদ্যায় ৯৪ নম্বর পেয়েছেন তিনি। বাবা সঞ্জু বিশ্বাস চা ফেরি করে তিন ভাইবোন মিলিয়ে ৫ জনের সংসার। ভবিষ্যতে চিকিসক হতে চান শিল্পী, কিন্তু কী ভাবে তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না। মা মাধবী বিশ্বাস বলেন, “কেউ সাহায্য না করলে ওর স্বপ্ন পূরণ সম্ভব নয়।” পঞ্চম শ্রেণী থেকে বিনা পারিশ্রমিকে যে গৃহশিক্ষক শিল্পীকে পড়াতেন সেই সিদ্ধেশ্বর সাহার কথায়, “পড়াশোনায় একটু সুযোগ সুবিধে পেলে আরও ভাল ফল হত ওর।” এমন দিশেহারা অবস্থায় ভাল ফলেও মুখভার শিল্পীর।
|
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল বাইক চালক এক যুবকের। বুধবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে গঙ্গারামপুর থানার মিশনমোড় এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম অমর দাস (২৫)। তাঁর বাড়ি বালুরঘাট রামকৃষ্ণপল্লিতে। বাইক নিয়ে গঙ্গারামপুর যাওয়ার সময় একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। বংশীহারী থানার ধুমসাদিঘি এলাকায় মঙ্গলবার রাতে রাস্তা পার হওয়ার সময় ছোটগাড়ির ধাক্কায় মারা যান দয়াময়ী সূত্রধর (৫৬)।
|
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে নজরদারি বাড়াতে অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করেছে ইসলামপুর মহকুমা প্রশাসন। মনোনয়ন পত্র জমা দেওয়ার ঘরে ক্লোজড সার্কিট টিভি ক্যামেরার ব্যবস্থা হয়েছে।
|
মোবাইলে ডেকে নিয়ে গিয়ে এক বধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার শ্রীরামপুরে ঘটনাটি ঘটেছে। তাঁর বাড়ির পাশে ধান খেতের নালার মধ্যে থেকে দেহ উদ্ধার হয়। গঙ্গারামপুরের এসডিপিও স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “গলায় ফাঁস দিয়ে মহিলার শ্বাসরোধ করা হয়েছে। তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।”
|
বাজ পড়ার দু’টি ঘটনায় এক বালক-সহ তিন জনের মৃত্যু হয়েছে। জখম আরও ছয়। আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে হেমতাবাদ থানার বাহালা ও রায়গঞ্জ থানার শীতগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতদের নাম প্রদীপ বৈশ্য (৭), নাজিমা খাতুন (৪০) এবং সহদেব সরকার (৪৫)।
|
বুধবার বালুরঘাটের মালঞ্চায় বাড়ির বারান্দা থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। গণেশ মাহাত (৬০) নামে ওই বৃদ্ধ আত্মঘাতী হন বলে পুলিশ জানায়। |