কলকাতা বিশ্ববিদ্যালয়
ভোটের ধাক্কায় ভর্তি ও ক্লাস পিছোল কলেজে
শঙ্কা প্রকাশ করা হয়েছিল আগেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। পঞ্চায়েত ভোটের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ছাত্র ভর্তির দিন পিছিয়ে গেল। সেই সঙ্গে ক্লাস শুরুর দিনও পিছিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ বুধবার জানান।
পঞ্চায়েত নির্বাচনের জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যে পিছিয়ে দেওয়া হচ্ছে, বেশ কয়েক দিন আগেই সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার নিজেদের ডিগ্রি কলেজের অধ্যক্ষদের চিঠি লিখে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৮ জুনের বদলে ১৫ জুলাই থেকে স্নাতক স্তরে ভর্তি শুরু হবে এবং জুলাইয়ের তৃতীয় সপ্তাহের জায়গায় ক্লাস শুরু হবে অগস্টের প্রথম সপ্তাহে। যদিও আগের সূচি মেনেই ২৫ জুনের মধ্যে কলেজে ভর্তির মেধা-তালিকা প্রকাশ করতে হবে বলে বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সম্প্রতি অধ্যক্ষ পরিষদ একটি চিঠি পাঠিয়ে সব কলেজে একই সময়ে ছাত্র ভর্তির ব্যবস্থা করার আবেদন জানিয়েছে। চিঠিতে অধ্যক্ষ পরিষদ লিখেছে, নির্বাচনের কাজে বা ভোটকর্মীদের প্রশিক্ষণের জন্য হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় ৪০টি কলেজ ভবন ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চায়েতের প্রথম দফার নির্বাচন ২ জুলাই। তার বেশ কিছু দিন আগে থেকেই কমিশন তাদের কাজের জন্য কলেজ ভবন নিয়ে নেবে।
তাই সেই সব কলেজে ২৮ জুন ছাত্র ভর্তি শুরু করা সম্ভব হবে না। অধ্যক্ষ পরিষদের আবেদনে সাড়া দিয়েই ভর্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। মধ্য জুলাইয়ে ভর্তি শুরু করে জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করা কার্যত অসম্ভব। তাই ক্লাস শুরু হওয়ার দিনও পিছোতে হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
অধ্যক্ষ পরিষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, “স্নাতক স্তরে ভর্তি, ক্লাস শুরু ইত্যাদির দিন জানিয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেখা যাচ্ছে, নির্বাচনের জেরে কিছু কলেজে ভর্তি পিছোতে পারে। কিন্তু একই বিশ্ববিদ্যালয়ের অধীন কিছু কলেজে নির্ধারিত সময়ে ছাত্র ভর্তি করে অন্যান্য কলেজে ভর্তির দিন পিছিয়ে দিলে পড়ুয়াদের প্রতি বৈষম্য করা হবে। তাই সব কলেজে এক সময়ে ভর্তির আবেদন জানানো হয়েছিল।”
রাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় এখনও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি। সেখানে ছাত্র ভর্তির উপরে পঞ্চায়েত নির্বাচনের প্রভাব পড়বে না বলে মনে করছেন অধ্যক্ষেরা। যেমন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তি চলবে ১১ জুন পর্যন্ত। মালদহ ও দুই দিনাজপুরের কলেজগুলি ওই বিশ্ববিদ্যালয়ের অধীন। ওই তিনটি জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে ছাত্র ভর্তি শেষ হওয়ারও মাসখানেক বাদে। মালদহে ৬ জুলাই এবং দুই দিনাজপুরে ৯ জুলাই ভোট হওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার শ্যামসুন্দর বৈরাগ্য জানান, নির্বাচনের জন্য তাই তাঁদের কলেজগুলিতে ভর্তির দিন পিছোনোর প্রয়োজন নেই।
স্নাতক স্তরে ভর্তির ব্যাপারে আলোচনার জন্য আজ, বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্নাতক স্তরে ভর্তির ব্যাপারে তারা এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। নির্বাচনের কথা মাথায় রেখেই ভর্তির দিন স্থির করা হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার বিষ্ণুপ্রসাদ দ্বিবেদী জানান, এই বিষয়ে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ শীঘ্রই বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, তাঁদের দেওয়া সূচি অনুযায়ী ২৬ জুন মেধা-তালিকা প্রকাশ করা হবে এবং ৮ অগস্ট পর্যন্ত ভর্তি চলবে। তাই নির্বাচনের জেরে ভর্তির দিন পিছোনোর কোনও পরিকল্পনা আপাতত তাঁদের নেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.